Sunday, November 9, 2025

গুজরাট মন্ত্রিসভায় বড় রদবদল, কেজরি ঢেউয়ে উদ্বিগ্ন বিজেপি?

Date:

একের পর এক জনবিরোধী নীতির জেরে মোদি-শাহদের নিজ ঘাঁটি গুজরাটে(Gujrat) অস্তিত্ব সংকটে বিজেপি। পরিস্থিতি সামাল দিতে মাঝপথেই মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা বদল হয়েছিল। বছর পার হতে না হতেই ফের বড়সড় রদবদল হল গুজরাটে। ডানা ছাঁটা হল দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর। আর কয়েকমাস পরেই গুজরাটে বিধানসভা নির্বাচন তার ঠিক আগে এই ঘটনার পিছনে বিজেপি(BJP) কেজরির কালো মেঘ দেখছে বলেই অনুমান রাজনৈতিক মহলের।

শনিবার এক বিজ্ঞপ্তিতে গুজরাট সরকার জানিয়েছে, রাজ্যের দুই মন্ত্রী রাজেন্দ্র ত্রিবেদী (Rajendra Trivedi) এবং পূর্ণেশ মোদির (Purnesh Modi) দায়িত্ব কমানো হল। এরা দু’জনেই একইসঙ্গে একাধিক মন্ত্রক সামলাচ্ছিলেন। রাজেন্দ্র ত্রিবেদীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে রাজস্ব দপ্তর। সড়ক ও নির্মাণ দপ্তরের মন্ত্রিত্ব খুইয়েছেন পূর্ণেশ মোদি। দুই মন্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া দায়িত্ব এখন থেকে সামলাবেন খোদ মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। তবে আপাতদৃষ্টিতে স্বাভাবিক মন্ত্রীসভা বদল হলেও এর পিছনে রাজনৈতিক অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। আগামী ডিসেম্বর মাসে গুজরাটে নির্বাচন। তার আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি (BJP)। রাজনৈতিক মহল মনে করছে, গুজরাট নিয়ে এবছর ভালমতো চাপে আছে বিজেপি।

২০১৭ সালে গুজরাট নির্বাচনে মোদির রাজ্যে কোনওমতে ক্ষমতায় আসে বিজেপি। এবার সেখানে বিজেপি বিরোধী হাওয়া আরও প্রবল। এই পরিস্থিতিতে একেবারে আদাজল খেয়ে মাঠে নেমেছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাব জয়ের পাশাপাশি অন্যান্য রাজ্যেও নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে অরবিন্দ আপ। গুজরাটে ইতিমধ্যেই আপের মাস্টারস্ট্রোক বিনামূল্যে বিদ্যুতের ঘোষণা করেছে তারা। পাশাপাশি তুলে ধরা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত দিল্লির স্বাস্থ্য ও শিক্ষা মডেলকে। এই পরিস্থিতিতে বিজেপির ভাবমূর্তি ব্যাপক নষ্ট হয়েছে বিলকিস বানোর অপরাধীদের মুক্তির ঘটনায়। এমতবস্থায় আপের চাপ কাটাতে মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল সব বিভাগে স্ক্রুটিনি করাচ্ছেন। একইসঙ্গে চলছে ছাঁটাই পর্ব।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version