Thursday, November 6, 2025

চলে গেলেন প্রবীণ কংগ্রেস নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি দেবব্রত বসু ওরফে বেনুদা। রবিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ জানান সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বর্ষীয়ান নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

আরও পড়ুন:পঞ্চায়েতে দুর্নীতি দেখলেই এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

প্রয়াত নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি, আমাদের সবার প্রিয় দেবব্রত বসু (বেনুদা)-র প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরম করুণাময়ের কাছে আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। আমৃত্যু কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ বেনুদা আমাদের সকলের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবেন। প্রয়াত দেবব্রত বসুর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’

প্রসঙ্গত, রাজনৈতিক ব্যক্তি হিসাবে শুধু দলের কাছেই নন, বিরোধীদের কাছেও অত্যন্ত কাছের মানুষ ছিলেন দেবব্রত বসু। নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। যদিও বেণুদা নামেই তিনি বেশি পরিচিত। প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে গনিখান, প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং অধীর চৌধুরীর সঙ্গে কাজ করেছেন তিনি। দল ছিল তাঁর কাছে প্রাণ। তাই দলের চরম দুঃসময়েও কংগ্রেস ছাড়ার কথা ভাবেননি। যদিও শেষের দিকে শারীরিক নানান অসুস্থতার কারণে প্রদেশ দফতরে আর যাওয়া হত না তাঁর। আজ তাঁর মৃত্যুতে এক যুগের অবসান হল বলে মনে করছেন প্রবীণ নেতারা।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version