Sunday, November 9, 2025

গত দুদিনের নিম্নচাপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবহাওয়া (Weather)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই, ঝাড়খণ্ড (Jharkhand) ও ছত্তিশগড়েরদিকে সরেছে নিম্নচাপ। ক্রমশ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানের (Rajasthan)দিকে চলে যাবে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় এখনই বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই । উল্লেখ্য এই বছর দক্ষিণবঙ্গে (South Bengal) বর্ষার ঘাটতির কারণে চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে। জুনের পর জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে অগাস্টের মাঝামাঝি থেকে ছবিটা বেশ খানিকটা বদলেছে।

হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের নানা জেলায়। যদিও এতে গরম কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি ৫ শতাংশ। তবে কলকাতায় এখনও ৩৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে মনে করা হচ্ছে । সকাল সাড়ে সকাল ৮টা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৯০ শতাংশ। গত কাল অর্থাৎ শনিবার সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে,সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী দু তিন দিনে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version