Sunday, May 18, 2025

বিজেপিতে যোগ দিলেই ইডি-সিবিআই তদন্ত প্রত্যাহার করা হবে, বিস্ফোরক অভিযোগ সিসোদিয়ার

Date:

Share post:

‘আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলে যাবতীয় ইডি (Enforcement Directorate) ও সিবিআই (CBI) তদন্ত তুলে নেওয়া হবে’, সোমবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। এদিন তিনি বলেন, বিজেপি থেকে তিনি একটি মেসেজ পেয়েছেন , যেখানে বলা হয়েছে সিসোদিয়া যদি আমি আদমি পার্টি ভাঙিয়ে বিজেপিতে (BJP) যোগ দেন তবে তাঁর বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ করে দেওয়া হবে। তবে এদিন বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী বলেন, বিজেপি থেকে যোগদানের বদলে নিজের মাথা কেটে ফেলা অনেক বেশি সম্মানের।

সোমবার এক টুইট বার্তায় মণীশ সিসোদিয়ার অভিযোগ, আমার কাছে বিজেপির বার্তা এসেছে আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তবে সিবিআই ও ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির উদ্দেশে আমার জবাব, আমি মহারাণা প্রতাপের (Maharana Pratap) বংশধর, আমি রাজপুত (Rajput)। আমি মাথা কেটে ফেললেও দুর্নীতিগ্রস্ত, চক্রান্তকারীদের সামনে কখনও মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা যাবতীয় মামলা মিথ্যা। অন্যদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা দিয়েছেন দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। তিনি বলেন, মণীশ ও অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) প্রত্যেকদিন নিত্যনতুন গল্প ফাঁদছেন। এদের কাজ হল সকালে ঘুম থেকে উঠেই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। পাশাপাশি মহারাণা প্রতাপের সঙ্গে নিজের তুলনা করায় মনোজ তিওয়ারির তোপের মুখে পড়েন সিসোদিয়া। তিনি বলেন, এটা লজ্জার যে দিল্লির উপমুখ্যমন্ত্রী নিজের সঙ্গে মহারাণা প্রতাপের তুলনা করছেন।

সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে ইতিমধ্যে সরগরম দেশের রাজনীতি (Indian Politics)। ইডি ও সিবিআইকে ব্যবহার করে মিথ্যা মামলায় মণীশ সিসোদিয়াকে হেনস্থা করার অভিযোগে ইতিমধ্যে সরব হয়েছে আম আদমি পার্টি সহ বিরোধীরা। তবে সিসোদিয়া এদিন সাফ জানিয়েছেন, তিনি কখনই ষড়যন্ত্রকারী ও দুর্নীতিবাজদের সামনে মাথা নোয়াবেন না। দিল্লি আবগারী নীতিতে (Delhi Excise Policy) অনিয়মের অভিযোগে সম্প্রতি সিবিআই-এর তরফে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এফআইআরে নাম উঠে এসেছে ১৫ জনের, তাঁদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে মণীশ সিসোদিয়ার। এদিকে রবিবারই সিসোদিয়া সহ মোট ১৩ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস (Lookout Notice) জারি হয়েছে। সেই সঙ্গে বিদেশ ভ্রমণের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। এরপরই মণীশ সিসোদিয়ার অভিযোগ, “কেন্দ্র আমাকে খুঁজে পাচ্ছে না। আমাকে বলুন কোথায় আসতে হবে।“ এক টুইটে তিনি আরও জানিয়েছেন, “তল্লাশি অভিযানে এখনও কিছু পাওয়া যায়নি। এখন আমাকে জব্দ করতে লুক আউট নোটিশ পাঠানো হয়েছে। কেন্দ্রের নাটক দেখে আমি তাজ্জব।“

 

 

 

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৮ মে রবিবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৩৪০ ₹ ৯৩৪০০ ₹খুচরো পাকা সোনা ৯৩৮৫ ₹ ৯৩৮৫০...

পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া...

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক...

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...