Sunday, November 9, 2025

খায়রুল আলম, ঢাকা

ভারত ও বাংলাদেশ (India- Bangladesh) একে অন্যের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকলেও এমন বহু সমস্যা আছে যার মীমাংসা এখনও হয়ে ওঠে নি। এই বিষয়ে নদী (River)ও বন্যার (Flood) প্রসঙ্গ সবার আগে উঠে আসে। এবার দুই দেশই উদ্যোগী হয়েছে এই সমস্যার সমাধানে। সেই কারণে আজ মঙ্গলবার যৌথ নদী কমিশন (Joint Rivers Commission) বৈঠকে বসে বাংলাদেশ ও ভারত।  জানা যায় এই বৈঠকে ঢাকার পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেতৃত্ব দেন। ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করেন জলশক্তি মন্ত্রণালয়ের (Ministry of Water Power) সচিব পঙ্কজ কুমার (Pankaj Kumar)। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যৌথ নদী কমিশনের তথ্য বলছে, সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ৫৪টি নদীর মধ্যে বেশ কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে কথা হয়েছে। বিশেষ করে কুশিয়ারার পানিবণ্টন, ছয়টি অভিন্ন নদী- মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার, গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। এই বর্ষায় নদীর জলস্তর বাড়লে বন্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সেই প্রসঙ্গেও কথা হয় এই বৈঠকে বলেই সূত্রের খবর। পানিসচিব পর্যায়ের বৈঠকের পর আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৫ আগস্ট জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসবে ঢাকা-নয়াদিল্লি। ওই বৈঠকে ঢাকার তরফে নেতৃত্ব দেবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আর নয়াদিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গত ২১ অগাস্ট বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন জেআরসি বৈঠকের ইতিবাচক সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন।  বৈঠকে আলোচনার প্রসঙ্গে বিদেশ সচিব জানান, নদী কেন্দ্রিক একাধিক ইস্যু নিয়ে এবার সমস্যা সমাধানের পথে ভারত বাংলাদেশ। পাশাপাশি কুশিয়ারা আর গঙ্গার যে চুক্তি শেষ হবে ২০২৬ সালে, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী করা হবে তাই নিয়েও আলোচনা হয়।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version