Saturday, November 8, 2025

সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যবাসী? জানতে দুয়ারে যাবেন সরকারি আধিকারিকরা

Date:

সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছাচ্ছে কি না তা খতিয়ে দেখতে এবার মানুষের দুয়ারে পৌঁছে যাবে প্রশাসন। রাজ্য ও জেলা স্তরে বিশেষ জনসংযোগ ইউনিট (Unit) তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ‘সিটিজেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউনিট’ (citizen relationship management unit) নামে এই বিভাগ সরাসরি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সরকারের কাজকর্ম ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে তাদের মনোভাব, চাহিদা, অভাব-অভিযোগ খতিয়ে দেখা হবে।

সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার (State Government)। এলাকায় গিয়ে তাঁদের অভাব অভিযোগ শুনে তার নিষ্পত্তি করার জন্য পাড়ায় সমাধান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের নিজস্ব জনসংযোগ ইউনিট তৈরির এই ভাবনা এরই পরবর্তী ধাপ বলে প্রশাসনিক মহলের অভিমত।

কেন্দ্রীয় ভাবে ও জেলায় জেলায় এই ইউনিট তৈরির ব্যপারে সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুত করা হচ্ছে একজন দক্ষ আইএস অফিসারকে। কেন্দ্রীয় ভাবে এই ইউনিটের দায়িত্বে তাঁকে রাখার কথা ভাবা হচ্ছে। মূলত, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছেন? অভিযোগ জানানোর পর আদৌ কাজ হচ্ছে কী না? সেই সংক্রান্ত তথ্য জানতে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। শুধু পৌঁছনোই নয়, সঙ্গে সঙ্গে যাতে সমাধান সূত্রে বেরিয়ে যায় সেই বিষয়েও বিশেষভাবে উদ্যোগ নেবে এই ইউনিট। জেলা থেকে ব্লক স্তরে আলাদা আলাদা ভাবে জনসংযোগ ইউনিট তৈরির করা হবে। সামগ্রিক ভাবে প্রশাসনের কাজকে স্বচ্ছ ও মসৃণ করে তোলার পাশাপাশি সরাকারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগকে আরও মজবুত করাই এর উদ্দেশ্য। গোটা ইউনিটে কীভাবে কাজ হবে, কীভাবে কাজ পরিচালনা করবেন আধিকারিকরা তা বিস্তারিত গাইডলাইন আকারে জেলাগুলিকে জানাবে নবান্ন।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version