Thursday, November 6, 2025

বায়ু দূষণ (Air pollution)রুখতে এবার কলকাতায় বিদ্যুৎ চালিত ট্যাক্সি বা ই-ক্যাব (E-cab) পথে নামানো হচ্ছে। এই বিষয়ে একটি বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। প্রথম দফায় পুজোর আগেই প্রায় এক হাজার ই-ক্যাব পথে নামবে বলে পরিবহন দফতর(Transport department) সূত্রে খবর। ওলা-উবরের মতো এই ই-ক্যাব পরিষেবাও হবে অ্যাপ নির্ভর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এর ফলে অন্যান্য ক্যাবের ‘সারচার্জ’ জুলুমবাজি কমবে। যত বেশি ক্যাব নামবে তত প্রতিযোগিতা শুরু হবে। ফলে ভাড়া সঠিক থাকবে। তিনি বলেন, ই-ক্যাব হলে পরিবেশ দূষণও কমবে। এর জন্য শহরের বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন তৈরি করবে পরিবহন দফতর।

আগামী মাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। একে পেট্রোল-ডিজেল দাম আকাশ ছোঁয়া। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ। তা রুখতেই পেট্রোল- ডিজেল বিহীন এই ক্যাবের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদ্যুতিক এই ক্যাবের ভাড়া পরিবহন দফতরের গাইডলাইন মেনে হবে। ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থা পেয়েছে ছাড়পত্র। সরকারের উদ্যোগে দূষণ এবং জ্বালানির মুল্যবৃদ্ধিতে রাশ টানতে ইতিমধ্যেই নামানো হয়েছে ইলেক্ট্রিক বাস। নামবে ই- অটোও। আর এদিকে পুজোর আগেই আসছে ই-ক্যাব। ই-গাড়িতে উৎসাহ বাড়াতে একাধিক ছাড় দিচ্ছে রাজ্য সরকার। তাতেই ই-গাড়িতে মানুষের আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন দফতরের কর্তারা। বেড়েছে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশন।

পরিবহন দফতর সূত্রে খবর, এসি ট্যাক্সির বেস ফেয়ারের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ ভাড়া নিতে পারবে এই গাড়ি। নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা। প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৫০ পয়সা। অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক ২৮ টাকা ভাড়া নেওয়া যাবে।

&nbsp

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version