Wednesday, August 27, 2025

ক্যানসার কেড়ে নিল তরুণ তুর্কি সাংবাদিকের প্রাণ। মাত্র ৩৫ বছরেই থেমে গেল সাংবাদিক স্বর্ণেন্দু দাসের লড়াই।তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সংবাদজগৎ। বেদনাদায়ক এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ সাংবাদিকের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন:আগামী ২৫ ও ২৬-এ অগাস্ট রাজপথে মহিলা তৃণমূল

এদিন মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, “অত্যন্ত বেদনাদায়ক খবর। স্বর্ণেন্দু দাস, কলকাতার একজন তরুণ সাংবাদিকের মৃত্যুতে আমি মর্মাহত। সংবাদ দুনিয়া একজন অত্যন্ত দক্ষ প্রতিভা হারাল। তাঁর পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।”

তরুণ সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “তরুণ সাংবাদিক স্বর্ণেন্দু দাসের অকাল প্রয়াণে আমি শোকস্তব্ধ। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর পরিবার-পরিজন ও বন্ধু-শুভানুধ্যায়ীদের জানাই গভীর সমবেদনা।”

প্রসঙ্গত, হুগলির সিঙ্গুরের গ্রামের বাসিন্দা এই সাংবাদিকের শরীরে দানা বাঁধে ক্যানসারের মত মারণ রোগ।কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়েননি তিনি। ক্যানসারকে সঙ্গী করেই বাংলার একাধিক সংবাদমাধ্যমে দাপিয়ে কাজ চালিয়ে গেছেন তিনি। তবে গতও বছর নভেম্বর মাস থেকে শারীরিক অবনতি হতে শুরু করে স্বর্ণেন্দুর। মুম্বইয়ে টাটা ক্যানসার রিসার্চ সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছিল তখন। কিন্তু বিপুল চিকিৎসার খরচ জোগাতে অপারগ হয়ে পড়ে তাঁর পরিবার। বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্বর্ণেন্দুর চিকিৎসার যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার নেওয়ার কথা জানান। এরপর কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা শুরু হয় স্বর্ণেন্দুর।

সম্প্রতি স্বর্ণেন্দুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। মঙ্গলবার সকালে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি তাঁকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version