Wednesday, December 3, 2025

জামিনের আবেদন খারিজ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandol) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। বুধবার, আসানসোলে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে অনুব্রতকে তোলা হলে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেল অসুস্থ। এদিকে সিবিআইয়ের আইনজীবী অনুব্রত মণ্ডলের ১৪ দিনের হেফাজতের আবেদন করেন। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পরে বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। আসানসোল সংশোধনাগরে রাখা হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

এদিনের শুনানিতে অনুব্রত মণ্ডলের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল বীরভূমে ঢুকবেন না। তার ধারেকাছেও যাবেন না। দরকার হলে নিজাম প্যালেসের কাছে বাড়ি করে থাকবেন। তবে সেসব আবেদন গ্রাহ্য হয়নি। একই সঙ্গে অনুব্রতর আইনজীবী বলেন, সীমান্ত দিয়ে গরু পাচার হলে তার দায়িত্ব বিএসএফের। পশুহাট থেকে গরু কিনে সীমান্ত পার করা হলে অনুব্রতর ভূমিকা কোথায়? “আমার মক্কেল সেফ প্যাসেজ করে দিতেন, এর কোনও প্রমাণ নেই”। একই সঙ্গে অনুব্রত আইনজীবীর অভিযোগ, শুধু একজন বিএসএফ কমান্ডান্টকে গ্রেফতার করা হয়েছে, আর কেউ গ্রেফতার হয়নি। সায়গল হোসেনের কোটি কোটি টাকার সম্পত্তি থাকলে তাঁর মক্কেলের কী দোষ? প্রশ্ন তোলেন আইনজীবী।

পাল্টা সিবিআইয়ে আইনজীবী বলেন, এটি একটি বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযুক্ত অর্থের উৎস দেখাতে পারেননি। বিপুল পরিমাণ সম্পত্তি তাঁর ঘনিষ্ঠ ও বাড়ির লোকেদের নামে পাওয়া গিয়েছে। শুরু থেকেই অনুব্রত তদন্তে অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী। একই সঙ্গে তাঁর দাব ছিল, অভিযুক্ত প্রভাবশালী। জামিন পেলে তিনি তদন্তকে প্রভাবিত করতে পারেন।

অনুব্রত মণ্ডলের জন্য এদিন আদালতেই অক্সিজেন সিলিন্ডার-নেবুনাইজার রাখা ছিল। তবে, সেগুলির প্রয়োজন পড়েনি। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পরে বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

 

 

 

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...
Exit mobile version