Tuesday, May 13, 2025

হুমকি চিঠি: CBI তদন্ত চাইলেন অনুব্রত, মামলায় প্রসঙ্গ উল্লেখে নিষেধ বিচারকের

Date:

গরু পাচার মামলার শুনানি চলাকালীন হুমকি চিঠির প্রসঙ্গ উল্লেখ করতে নিষেধ করলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী (Rajesh Chakraborty)। বুধবার আদালতে ঢুকেই হুমকি চিঠির কথা তুলে বিষয়টি নিয়ে CBI তদন্ত চান অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। বিচারক বলেন, “দু’পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না।” তাঁর মতে, ওই চিঠির সঙ্গে চলতি মামলার কোনও রকমের সম্পর্ক নেই।

২০ অগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে একটি হুমকি চিঠি পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’ এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের আগে হুমকি চিঠি প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি বিচারকের চাছে সিবিআই তদন্ত চাইবেন। আদালতে ঢুকেই সেই প্রসঙ্গ তোলেন তিনি। আইনজীবীর কাছে তিনি চান, “আমি কি জজসাহেবকে একটা প্রশ্ন করতে পারি? কাল যা দেখেছি তার সত্যতা বেরিয়ে আসুক। সিবিআই তদন্ত হোক।” আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, “অবশ্যই চাইতে পারেন।” এরপরই বিচারককে অনুব্রত বলেন, ‘‘হুজুর,আমি গতকাল যা দেখেছি, আপনি সেটা নিয়ে ব্যক্তিগত ভাবে তদন্ত করুন।’’ এর প্রেক্ষিতেই বিচারক বলেন, ‘‘আমরা বিচারপ্রক্রিয়ায় যথেষ্ট প্রশিক্ষিত। অবাধ এবং নিরপেক্ষ ভাবে কাজ করতে জানি। যে চিঠি আমি পেয়েছি তার সঙ্গে এই মামলার কোনও সম্পর্ক নেই। দুই পক্ষকেই বলছি, শুনানির সময় এই বিষয়ে কথা বলবেন না। না হলে আমি মামলার পক্ষ হয়ে যাব। বিচারবিভাগীয় তদন্ত বসবে।’’

 

 

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version