অবৈধ কয়লা খনি(Cole mine) কাণ্ডের তদন্তে নেমে এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren) ঘনিষ্ঠ প্রেম প্রকাশের বাড়ি থেকে উদ্ধার হল একে-৪৭ রাইফেল। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টের(ED) তল্লাশি অভিযানে প্রেম প্রকাশের(Prem Prakash) বাড়ি থেকে এই অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
অবৈধ খনি কাণ্ডে ঝাড়খণ্ডে দীর্ঘদিন ধরেই তদন্ত শুরু চলছে ইডির। সেখানেই নাম উঠে আসে প্রকাশের। তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর এবার এই ঘটনায় হেমন্তের ভূমিকাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের অন্তত ৩৭ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্তত ১২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডির তরফে জানা গিয়েছে, বুধবার প্রকাশের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় একটি আলমারি থেকে এই দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে প্রকাশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করতে পারে ইডি।
পাশাপাশি ইডি সূত্রের খবর, অবৈধ কয়লা খনি-কাণ্ডের তদন্তে নেমে প্রকাশের বাড়ি ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু এবং দিল্লির ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এখানেই তদন্তকারীদের দাবি, একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে জানা গিয়েছে এই ঘটনায় বহু প্রভাবশালীন নাম জড়িয়ে রয়েছে।