বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল বিচারককে হাতজোড় করে আবেদন করেন, ‘চিঠি যারা দিয়েছে, তাদের সিবিআই তদন্ত হোক’। তবে বিচারক সাফ জানান, ‘গরু পাচার মামলার সঙ্গে এই চিঠির কোনও যোগাযোগ নেই।আমি এই মামলার পার্ট হতে চাই না’। তবে এই ঘটনা নিয়ে জলঘোলা করতে ময়দান নেমে পড়েছে বিজেপি। বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। আজ প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজেপির আইনজীবীরা।
আরও পড়ুন:আদালতে পেশের আগে শক্তিগড়ে ব্রেকফাস্ট সারলেন অনুব্রত

এ দিন সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর বসু-সহ তিন জন আইনজীবী প্রধান বিচারপতি সঙ্গে দেখা করার কথা রয়েছে। এমনকি লিখিত আকারে প্রতিবাদ জানাবেন বলে খবর। এই ঘটনা দেশের বিচার ব্যবস্থাকে আঘাত করা হয়েছে বলে দাবি আইনজীবীদের।

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। সেই মামলাতেই আজ, বুধবার আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। ঠিক তার আগে একদিন আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক। অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় চিঠিতে। ২০ অগাস্ট পাঠানো এই চিঠিতে প্রেরক হিসেবে সই রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় নামে একজনের। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি।এমনকি তদন্তের দাবিও জানান তিনি।
