Tuesday, August 26, 2025

বাঁশের আবাসন তৈরিতে উৎসাহী মার্কিন সংস্থা, বিপুল কর্মসংস্থানের সুযোগ

Date:

ছাদ থেকে দেওয়াল সমস্তটাই বাঁশের তৈরি। ইকো ফ্রেন্ডলি এই বাড়ি তৈরিতে কার্বন নির্গমণ অনেকটাই কম। পরিবেশবিদরা বলছেন, বাঁশের তৈরি বাড়ি আগামী ৫০ বছরে পরিবেশ থেকে ৫৭১ থেকে ৬০০ টন কার্বনের পরিমাণ কমিয়ে দেবে। যা গ্লোবাল ওয়ার্মিং-এর সমস্যাও বেশ খানিকটা মেটাতে সক্ষম। ক্রমশ চাহিদা বাড়ছে এই বাড়ির।

আরও পড়ুন:ডেলিভারি বয়ের সাজে ছিনতাইদের গ্যাং-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ

পরিবেশ বাঁচাতে ইতিমধ্যেই বিশ্বের বড় দেশগুলি ইতিমধ্যেই তৎপর। এমনকি বঙ্গের আদলে ইউরোপ, আমেরিকায় শয়ে শয়ে গড়ে উঠছে এমন বাড়ি।  শহরে এই বাঁশ দিয়ে আবাসন তৈরির মাস্টার প্ল্যান করেছেন ডা. উইলিয়াম হাল হিঙ্কেল। মঙ্গলবার আমেরিকার বেসরকারী এক কোম্পানির সিইও উইলিয়াম জানিয়েছেন, শক্তপোক্ত যে বাঁশ দিয়ে বাড়ি তৈরি হয় তা বঙ্গে প্রচুর পরিমাণে রয়েছে। পরিবেশবিদরা মনে করছেন, চাহিদা যেভাবে বাড়ছে ২০৩০ সালের ম‌ধ্যে এমন ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ বাড়ি তৈরি হবে। আর এই শিল্পের হাত ধরেই বঙ্গে বিপুল কর্মসংস্থান হবে।

এদিনের আলোচনায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক এক নতুন মাত্রা পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রাক্তন সভাপতি রন সমার্স। তাঁর পাশে দাঁড়িয়ে প‌্যাটন ইন্টারন‌্যাশনাল লিমিটেডের ম‌্যানেজিং ডিরেক্টর সঞ্জয় বুধিয়া বলেন, “ওয়েস্ট বেঙ্গল এখন চেঞ্জড বেঙ্গল। বাংলায় মমতা বন্দ্যোপাধ‌্যায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি করেছেন। জমি অধিগ্রহণের বিষয়ে রাজ‌্য সরকারের সরল নীতি শিল্পপতিদের ক্রমশ আগ্রহী করেছে। চিনের সঙ্গে নয় আমেরিকার সঙ্গে বাণি‌জ্যিক সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত।”

ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রাক্তন সভাপতি রন সমার্স জানিয়েছেন, উন্নতমানের বাঁশের খোঁজে বেরিয়ে পরেছিল মার্কিন সিইও। ভারতে এসে প্রথম কলকাতাতেই তাঁর এই সম্মেলন। অদূর ভবিষ‌্যতে বাংলায় ম‌্যানুফেকচারিং ইউনিট গড়ে তুলবে সংস্থা। চিনের বাঁশের রমরমা হলেও তুলনায় অনেক বেশি শক্ত ভারতের কাষ্ঠল-চিরহরিৎ বাঁশ গাছ। পাঁচতলা তো বটেই পঁচিশতলা আবাসনও উঠবে এ দেশের বাঁশ দিয়ে।

Related articles

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...
Exit mobile version