Friday, August 22, 2025

জাতিসংঘের আমন্ত্রণে যোগ দেওয়ার সবুজ সংকেত পেলেন বাংলাদেশের পুলিশ প্রধান বেনজীর

Date:

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে প্রশ্ন তুলে আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরত বেশ কিছু অফিসারের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যেই ছিলেন দেশটির বর্তমান পুলিশ প্রধান ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেই সময়কার প্রধান বেনজীর আহমেদ। অবশেষে শর্তসাপেক্ষে সেই নিষেধাজ্ঞা উঠেছে। এরপরই নিউ ইয়র্কে জাতিসংঘের আমন্ত্রণে সেখানে যাচ্ছেন পুলিশ প্রধান বেনজীর আহমেদ। তাঁকে ভিসা দিয়েছে আমেরিকা। তবে জুড়ে দেওয়া হয়েছে নানা শর্ত।

পুলিশ প্রধানের বিরুদ্ধে যে সকল শর্ত দেওয়া হয়েছে তার হল, জাতিসংঘের সফরে গিয়ে নিউ ইয়র্কের বাইরে যেতে পারবেন না বেনজীর।  আবার নিউ ইয়র্ক সিটিতেও তাঁর কর্মকাণ্ড সীমিত থাকবে। বেনজীর জাতিসংঘ সম্মেলন ছাড়া সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। শর্ত ভঙ্গের সঙ্গে সঙ্গে তাঁর ভিসা বাতিল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের পুলিশ সামিট। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদসের‌্য প্রতিনিধি দল বাংলাদেশের হয়ে অংশ নেবে। দলে আইজিপি ছাড়া অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। পাঁচ জনের সফর নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলেও আইজিপির সফর নিয়ে অনিশ্চয়তা ছিল এই কারণে যে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে র‌্যাব এবং এর সাত কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

বেনজীর আগে র‌্যাবেই ছিলেন। বাহিনীটির সাবেক প্রধান হিসেবে তিনি নিষেধাজ্ঞায় পড়েন। বেনজীরের এই সফর নিশ্চিত করার পাশাপাশি র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য নিয়োগ করা হয়েছে লবিস্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত যে বক্তব্য এসেছে, সেটি হলো, নিষেধাজ্ঞা তুলে নেওয়া একটি আইনি প্রক্রিয়া।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version