Thursday, August 21, 2025

রাজ্য সরকারের পুজো অনুদানে আপত্তি, তৃতীয় মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) পুজো অনুদান নিয়ে বিরোধীদের ঘোর আপত্তি! যার ফলে এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। এবছর ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে বাংলার দুর্গোৎসবকে (Durga Puja)। এরপর চলতি বছরই রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০হাজার টাকা ও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘোষণাকে কেন্দ্র করে হাওয়া গরম করতে থাকে বিরোধীরা। যার ফলে বৃহস্পতিবার এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল হাইকোর্টে। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।

বুধবার দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে ২টি মামলা দায়ের হয় হাইকোর্টে। এই দুটি মামলায় মামলাকারীদের প্রশ্ন ছিল, যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, ওষুধ পাচ্ছেন না সেখানে কেন এই অনুদান আর কেনই বা এই বিদ্যুতে ছাড়? এই অনুদান কি কোন বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হবে? রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দিতে হবে আদালতকে, এই মর্মে আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন মামলাকারী।

উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো করতে গেলে খরচ হবেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। তা সত্ত্বেও ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ (World Heritage) খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে পুজো কমিটিগুলির কোনও অসুবিধে না হয় তাই তিনি কিছু ব্যবস্থার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবাংলার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে পুজোগুলিতে যে বিদ্যুতের খরচ হয় তাতে যেন ৬০ শতাংশ ছাড় দেয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...