Friday, January 30, 2026

রাজ্য সরকারের পুজো অনুদানে আপত্তি, তৃতীয় মামলা দায়ের হাইকোর্টে

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) পুজো অনুদান নিয়ে বিরোধীদের ঘোর আপত্তি! যার ফলে এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt)। এবছর ইউনেস্কো (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে বাংলার দুর্গোৎসবকে (Durga Puja)। এরপর চলতি বছরই রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০হাজার টাকা ও বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘোষণাকে কেন্দ্র করে হাওয়া গরম করতে থাকে বিরোধীরা। যার ফলে বৃহস্পতিবার এই বিষয়ে তৃতীয় মামলা দায়ের হল হাইকোর্টে। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার।

বুধবার দুর্গা পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে ২টি মামলা দায়ের হয় হাইকোর্টে। এই দুটি মামলায় মামলাকারীদের প্রশ্ন ছিল, যেখানে অনেক মানুষ এখনও খাবার, পরিশুদ্ধ জল, ওষুধ পাচ্ছেন না সেখানে কেন এই অনুদান আর কেনই বা এই বিদ্যুতে ছাড়? এই অনুদান কি কোন বৃহত্তর জনস্বার্থে ব্যবহৃত হবে? রাজ্য সরকারকে অবিলম্বে নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দিতে হবে আদালতকে, এই মর্মে আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হন মামলাকারী।

উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজো করতে গেলে খরচ হবেই। কেন্দ্র আমাকে পয়সা দিচ্ছে না। একশো দিনের কাজের টাকাই নেই। তা সত্ত্বেও ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ (World Heritage) খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যাতে পুজো কমিটিগুলির কোনও অসুবিধে না হয় তাই তিনি কিছু ব্যবস্থার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবাংলার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে পুজোগুলিতে যে বিদ্যুতের খরচ হয় তাতে যেন ৬০ শতাংশ ছাড় দেয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি।

spot_img

Related articles

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...

অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরিচালনা করতে লাগবে ৫০ হাজার শিক্ষক। অথচ কত শিক্ষকে পাবে মধ্যশিক্ষা পর্ষদ...