Asia Cup: এশিয়া কাপের মূল পর্বে হংকং

২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে এশিয়া কাপের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের (Asia Cup) মূল পর্বে পৌঁছে গেল হংকং (Hong Kong)। বুধবার যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে যায় তারা। যার ফলে ভারত ( India) এবং পাকিস্তানের (Pakistan) গ্রুপে তৃতীয় দল হিসাবে খেলবে হংকং।

বুধবার এশিয়া কাপের মূল পর্বে যেতে হলে জিততেই হত হংকংকে। কারণ, এই ম্যাচের আগে তাদের পয়েন্ট ছিল চার। কুয়েতও চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে উঠে এসেছিল। কিন্তু হংকং জিতে যাওয়ায় ছ’পয়েন্ট নিয়ে তারাই মূল পর্বে উঠে আসে এশিয়া কাপে। যোগ্যতা অর্জন পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিতে মূল পর্বে উঠল হংকং। তারা হারিয়ে দেয় সিঙ্গাপুর, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহিকে।

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হংকংয়ের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে। ৩১ আগস্ট খেলতে নামবে তারা। দুবাইয়ে হবে সেই ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ ২ সেপ্টেম্বর। আর ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে এশিয়া কাপের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:AIFF: ফের এআইএফএফ-এর সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়া

 

Previous article৫৩ বিধায়ককে নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল, দিল্লি দখলে বিজেপির বাজেট ৮০০ কোটি!
Next articleবোর্ডের পরীক্ষায় সবাই ফেল ! ৩৪ স্কুল বন্ধ করে দিচ্ছে অসম সরকার