Saturday, August 23, 2025

মাঝ আকাশে অসুস্থ যাত্রী! জরুরি অবতরণের পর কলকাতার হাসপাতালে মৃত্যু

Date:

সিডনি থেকে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিল উড়ানটি। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তাঁকে বাঁচাতে তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। কিন্তু শেষরক্ষা হয়নি। বেসরকারি হাসপাতেলে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যু হয় ওই যাত্রীর।

আরও পড়ুন:বড় ঘোষণা! প্রতি বছর হবে টেট, মানা হবে ‘জিরো গ্রিভান্স’ নীতি: গৌতম পাল

বিমানবন্দরের তরফে খবর, বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৩০১ সিডনি থেকে ১৫৯ জন যাত্রী এবং ৯ জন কেবিন ক্রুকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে আচমকাই শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন কুলদীপ সিং নামক এক যাত্রী। তাঁর চিকিৎসার জন্য বিমানের পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে ‘মেডিক্যাল ল্যান্ডিং’, জরুরি অবতরণের অনুমতি চান। কলকাতা বিমানবন্দরে ৪টে ৫০ মিনিট নাগাদ বিমানটি অবতরণ করে। তখনই যাত্রীকে নীচে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের মেডিক্যাল টিম অসুস্থ ওই যাত্রীর প্রাথমিক চিকিৎসা করেন। পরে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে।

হাসপাতাল সূত্রের খবর, বছর পঞ্চাশের কুলদীপ সিং রায়ের রক্তচাপ নিম্নমুখী হওয়ায় অক্সিজেন দেওয়া হয়। ইসিজি, ইকো, থোরাক্স পরীক্ষা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতেই তাঁর মৃত্যু হয়। এরপরই তাঁর পরিবারকে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...
Exit mobile version