Wednesday, November 12, 2025

জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অন্য বিধায়কদের তুলনায় কমপক্ষে ৬০ হাজার টাকা কমে গেল বেতন। বিধায়করা বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পান বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, পার্থকে কোনও কমিটিতে রাখার নির্দেশ আসেনি। তিনি এখন জেলবন্দি। কবে মুক্তি কারও জানা নেই।তাই এখন তাঁর হাজিরারও প্রশ্ন নেই কমিটির বৈঠকে। তাই তাঁকে কোনও কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কের মতো পার্থ ওই ৬০ হাজার টাকা ভাতা আর পাবেন না।

আসলে বেতনের পাশাপাশি বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন বিধায়করা৷ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। প্রত্যেক বিধায়ককে ন্যূনতম দুটি কমিটিতে রাখা হয়, যাতে তাঁরা মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা বৈঠক-ভাতা নিশ্চিত করতে পারেন৷

সচিবালয়ের সূত্রে খবর, বিধানসভা কমিটির বৈঠকের ভাতা ছাড়া বেতন বাবদ ২১,৮৭০ টাকা পেয়ে থাকেন বিধায়করা। বিভিন্ন কমিটির বৈঠকে যোগ তাঁদের মোট বেতন দাঁড়ায় ৮২ হাজার টাকায়৷ কিন্তু,  পার্থ এখন জেলবন্দি৷ ফলে বিধানসভার কমিটি ও স্থায়ী সমিতির কোনও কমিটিতেই নেই তিনি। ফলে ভাতা বাবদ ৬০ হাজার টাকাও যুক্ত হবে না তাঁর মূল বেতনের সঙ্গে৷ এমতাবস্থায় ২১,৮৭০ টাকা বেতন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version