Sunday, November 2, 2025

কথা রেখে আগামী সপ্তাহে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

সঠিক সময়ে যাবেন মুর্শিদাবাদ। ২২ এপ্রিল মেদিনীপুরের অনুষ্ঠান থেকে জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেইমতো পরিস্থিতি স্বাভাবিক হতেই ৫ তারিখ মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প প্রদানের কথাও রয়েছে তাঁর। তবে আরেকটি সূত্রে খবর ৫ তারিখ না গিয়ে ৬মে-ও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রশাসনিক সভাস্থল কোথায় হবে তা এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে সুতির ছাবঘাটি ময়দান ঠিক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামশেরগঞ্জের একাধিক জায়গা পরিদর্শন করলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জানান, “আগামী ৫ মে সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাম্প্রতিক হিংসায় কবলিত এলাকা পরিদর্শন ছাড়াও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। মানবিক মুখ্যমন্ত্রী তাঁদের হাতে সরকারি সাহায্য তুলে দেবেন।”

মুর্শিদাবাদে অশান্তি নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বহিরাগতদের এনে স্থানীয়দের একাংশকে উসকিয়ে বাঁধানো হয়েছে অশান্তি। এর পিছনে যে চক্রান্ত রয়েছে, তা আমরা ফাঁস করব। মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। আমরা ফাঁস করব। মুখ্যমন্ত্রী জানান, তিনি আগামী মাসেই (মে মাস) অশান্তি কবলিত এলাকায় যাবেন। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।

প্রশাসন সূত্রের খবর, সামশেরগঞ্জ ব্লকে প্রায় ৩০০ টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে যাদের হাতে মুখ্যমন্ত্রী বিশেষ সরকারি সাহায্য তুলে দিতে পারেন।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version