Thursday, August 21, 2025

ধ*র্ষণের পর খুন সোনালি ফোগাট? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Date:

বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের আচমকা মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। যদিও পরিবারের প্রথম থেকেই সেটা মানতে নারাজ ছিলেন। এবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আজ, বৃহস্পতিবার সামনে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্টে সোনালির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। কোনও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে, এমনটাই জানা যাচ্ছে। তবে তাঁকে যে ধর্ষণ করা হয়েছিল, সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রসঙ্গত, তাঁর মৃত্যুকে অস্বাভাবিক ধরে নিয়েই গোয়ার অঞ্জুনা থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন সোনালির ভাই রিঙ্কু ঢাকা। অভিযোগের আঙুল ছিল সোনালির আপ্তসহায়ক সুধীর সাঙ্গোয়ানের দিকে। খাবারে ড্রাগ মিশিয়ে দেওয়ার পর অচৈতন্য অবস্থায় সুধীর ও তাঁর বন্ধু সুখবিন্দর ধর্ষণ করে খুন করেছে সোনালিকে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে।

উল্লেখ্য, ২৩ অগস্ট আচমকা মৃত্যু হয় সোনালির। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। মৃত্যুর সামান্য কিছু সময় আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী, পাশাপাশি মৃত্যুর আগেই মা, বোন ও বোনের স্বামীর সঙ্গে ফোনে কথা বলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। অচৈতন্য অবস্থাতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল থেকে জানানো হয় যে, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে সোনালিকে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় সোনালির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হয়।

আরও পড়ুন:ইন্দো-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version