Friday, August 22, 2025

ভারত (India) এবং মার্কিন মুলকের (US) সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে একইসঙ্গে ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কেরও (Indo – US economic relations) হীরক জয়ন্তী পালিত হল। ইন্দো আমেরিকান (Indo – American) চেম্বার অফ কমার্স – ইস্ট ইন্ডিয়া কাউন্সিল এই ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করল ২৪ অগাস্ট ২০২২-এ । ভারত-মার্কিন বাণিজ্যের পরিপ্রেক্ষিতে ভারতীয় অর্থনীতির (Indian Economy) অবস্থান নিয়েও একটি অর্থনৈতিক সম্মেলনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।

করোনা পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সেই বিষয়টিকে মাথায় রেখে ভারত এবং মার্কিন মুলক দু’দেশেই অর্থনৈতিক ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করা হয়েছে। ভারত মার্কিন অর্থনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে ভারতের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল্টেন্ট জেনারেল মেলিন্ডা পাভেক (Melinda Pavek)। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সেক্রেটারি বন্দনা যাদব (আইএএস)। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মূলত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটকে মাথায় রেখে আগামীতে ভারত মার্কিন নিরাপদ বাণিজ্যের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আরও উন্নত অর্থনৈতিক অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ এবং সতর্কতা গ্রহণ করার কথাও বলা হয়।

এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রাক্তন গভর্নর ডঃ ডি. সুব্বা রাও, হিডকোর (HIDCO) ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সেন, চন্দ্র শেখর ঘোষ (সিএমডি), বন্ধন ব্যাঙ্ক, সঞ্জীব পাল – ভাইস প্রেসিডেন্ট, সেফটি, হেলথ অ্যান্ড সাসটেইনেবিলিটি -টাটা স্টিল লিমিটেড। উপস্থিত ছিলেন টাটা স্টিল লিমিটেড (TATA Steel Ltd)-এর কর্পোরেট সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী, নিরুপম চৌধুরী – আঞ্চলিক পরিচালক (East) – NASSCOM, মডারেটর অধ্যাপক সুমন মুখোপাধ্যায় (Suman Mukherjee) সহ অন্যান্যরা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version