Sunday, August 24, 2025

সব ক্ষমতা খর্ব করে দিলীপকে দল থেকে ছাঁটতে মরিয়া বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী

Date:

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দলের মধ্যে আরও কোণঠাসা করতে মরিয়া সুকান্ত-শুভেন্দু সহ ক্ষমতাসীন লবির একটি বড় অংশের নেতারা। নামে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি হলেও দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মকান্ড বাংলার মধ্যেই সীমাবদ্ধ। বাংলার বুক থেকেই তাঁর রাজনৈতিক উত্থান, পরিচিতি, জনপ্রিয়তা। কিন্তু সেই বাংলাতেই কাজের পরিসর পাচ্ছেন না দিলীপ ঘোষ। কাজে বাধা দিচ্ছে তাঁর দলেরই বিরোধী শিবিরের নেতারা।

আরও পড়ুন: পুরুলিয়া সূচ কাণ্ডে ‘ফাঁসি’ রদ, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ হাইকোর্টের

শুধু তাই নয়, সাংসদ হিসেবে যেটুকু কাজের সুযোগ দিলীপবাবু পাচ্ছেন সেটাও খর্ব করতে মরিয়া সুকান্ত-শুভেন্দু গোষ্ঠী। ২০২৪ সালের লোকসভা ভোটে দিলীপ ঘোষ যাতে কোনওভাবে টিকিট না পান, কেন্দ্রীয় নেতাদের কাছে তেমনই আবদার জানিয়েছে বঙ্গ বিজেপির একাংশের নেতারা।

এখানেই শেষ নয়, দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমের কাছে সেন্সর করা থেকে শুরু করে সর্বভারতীয় সহ-সভাপতির পদটিও কেড়ে নেওয়ার জন্য দিল্লিতে দরবার শুরু করেছে
বঙ্গ বিজেপিতে দিলীপ বিরোধী নেতারা। নাড্ডা-বিএল সন্তোষদের কাছে প্রতিনিয়ত এই বিষয়ে আর্জি করছেন ওই সকল নেতারা।

শুধু নব্য বা দলবদলু নেতারা নয়, সঙ্ঘের একটি অংশ দিলীপ ঘোষকে রাজনীতির ময়দানে ধনেপ্রাণে মারতে চাইছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে আগেও চক্রান্ত হয়েছে। এখনও হতে পারে। তাতে আমার কী ক্ষতি হয়েছে জানি না! তবে দল এবং সংগঠন মার খেয়েছে। যার জ্বলন্ত উদাহরণ গত বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই সময় বহু নেতা দিল্লিতে গিয়ে দিলীপ হটাও দাবি তুলেছিলেন। নির্বাচনের অনেক আগে থেকেই আমার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। যার ফল হাতে নাতে মিলেছে। কিন্তু দলের সাধারণ কর্মী-সমর্থকরা আমার সঙ্গে আছেন। আমি সবসময় কর্মী-সমর্থকদের জন্য ছিলাম, আছি এবং থাকব।” তবে দিলীপ ঘোষ এটাও জানিয়েছেন, সঙ্ঘ যদি তাঁর পাশে না থাকে বা তারা যদি মনে করে তাঁকে দিয়ে আর হচ্ছে না, তাহলে তাঁকেও বিকল্পভাবনা ভাবতে হবে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version