Thursday, August 21, 2025

তৃণমূলে অসাধু আর বিজেপিতে সাধু! কোন মামলায় ফাঁসাবেন? সুকান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তোপ ফিরহাদের

Date:

আমি তৃণমূল করি মানেই আমি অসাধু! তৃণমূলে থাকলে অসাধু আর বিজেপিতে গেলে সাধু? তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মন্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেন ফিরহাদ। শুক্রবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “আমাকে কোন মামলায় ফাঁসাবেন আগে জানাবেন। আমায় গ্রেফতার করুন। কিন্তু সম্মানহানি করবেন না। মিডিয়া ট্রায়াল বন্ধ করুন।“ একই সঙ্গে তৃণমূল নেতার মতে, সুকান্ত মজুমদারের কথা শুনলে মনে হয়, যেন তাঁদের নির্দেশেই ইডি-সিবিআইয়ের গ্রেফতারি চলছে।

কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগে তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম। বলেন, “আমাকে কোন মামলায় ফাঁসাবেন জানান। জেলে যেতে ভয় লাগে না। কিন্তু সম্মানহানির ভয় লাগে।“ সরাসরি বিজেপির রাজ্য সভাপতির নাম করে তিনি বলেন, “সুকান্তবাবু এজেন্সি নিয়ে আসুন। আমি যদি অন্যায় করি গ্রেফতার করুন”। ফিরহাদ বলেন, অভিযুক্ত হওয়ায় তিনি গ্রেফতার হয়েছিলেন, তার জন্য সংশোধনাগারে ছিলেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি।

বারবার কেন্দ্রীয় তদন্তকারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তৃণমূল। এদিন ফিরহাদ বলেন, দেশে আইন, সংবিধান আছে। কিন্তু গণতন্ত্রের উপর আঘাত এক নিমেষে সব শেষ করে দেয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version