Friday, August 22, 2025

যাদবপুরে নিজের বাড়িতেই আছেন মানিক ভট্টাচার্য, বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার রাজ্যের

Date:

৫৩/৩এ/১, যাদবপুরে সেন্ট্রাল রোড। এটাই টেট দুর্নীতি মামলায় নাম জড়ানো বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) কলকাতার বাড়ির ঠিকানা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো মানিকবাবুকে ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে, তিনি “বেপাত্তা” জানিয়ে সিবিআই (CBI) লুক আউট নোটিশ জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন পদক্ষেপের পর বিধায়ক হিসেবে তিনি যে নিরাপত্তা পেতেন, তা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।

যদিও শেষপর্যন্ত খোঁজ মিলেছে মানিক ভট্টাচার্যর। যাদবপুরে নিজের বাড়িতেই আছেন বিধায়ক। সংবাদমাধ্যমকে সেকথা জানিয়ে মানিক বাবুর দাবি, তিনি পালিয়ে যাননি, তদন্তকারী সংস্থা ইডির সমস্ত নির্দেশ মেনেই চলেছেন। তাহলে আইনি পরামর্শ নিতে কেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডির (ED)আধিকারিকরা? কেনই-বা লুক-আউট নোটিশ জারি করল সিবিআই? সেই প্রশ্নের উত্তর কোনও পক্ষ থেকেই এখনও মেলেনি।

তবে ইডির একটি সূত্রের দাবি, চলতি মাসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে দু’বার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়েছেন। গত, সোমবার থেকে তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারেননি তদন্তকারীরা। ইডির কাছে থাকা দুটি মোবাইল ফোনের নম্বরের সুইচড অফ বলছে। আবার সংবাদমাধ্যমের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। মানিকবাবু নিজেই জানিয়েছেন, তিনি যাদবপুরের বাড়িতেই রয়েছেন। বেপাত্তা হওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version