Tuesday, November 11, 2025

কাশ্মীরে গ্রেফতার ৩ কুখ্যাত জঙ্গি, উদ্ধার গ্রেনেড ও পাকিস্তানি পতাকা

Date:

জঙ্গি দমন (Suppression Of Militancy) অভিযানে বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর (Security Forces)। সপ্তাহ শেষে জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার (Arrest) করা হল ৩ জঙ্গিকে। ধৃত জঙ্গিদের থেকে গ্রেনেড ও ১২টি পাকিস্তানি পতাকা (Pakistan Flag) উদ্ধার হয়েছে বলে ভারতীয় সেনা (Indian Army) সূত্রের খবর। শুক্রবার সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু কাশ্মীরের সোপোর (Sopore) এলাকায় বড়সড় হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোপন খবরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই জঙ্গিদের।

শুক্রবার যৌথভাবে এই অভিযান চালায় কাশ্মীর পুলিশ (Kashmir Report), ২২ রাষ্ট্রীয় রাইফেলস (State Rifles) ও সিআরপিএফ (CRPF)। ধৃত জঙ্গিদের নাম– শারিক আশরফ, সাকলেন মুস্তাক ও তৌকিফ হাসান শেখ। কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গিদের। ইতিমধ্যে ধৃতদের বিরুদ্ধে বামাই থানায় (Bamai Police Station) এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ৩ জঙ্গি গোরিপুরা থেকে সোপরের দিকে আসছিল। নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই খবর ছিল উপত্যকায় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এই খবর পাওয়ার পরই জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ১৭৯ ব্যাটেলিয়ন ও ২২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা যৌথ অভিযান চালায়। তারপরই হাতেনাতে ধরা পড়ে ৩ জঙ্গি।

এদিকে শুক্রবারই অবৈধভাবে সীমান্ত (LOC) পেরিয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর পরিকল্পনা করে অন্য ৩ পাক জঙ্গি। তবে পড়শি দেশের জঙ্গিদের অনুপ্রবেশের সমস্ত ছক বানচাল করে দেয় ভারতীয় সেনা (Indian Army)। ভারতীয় সেনার বিশেষ নজরদারি ক্যামেরায় (Special Surveillance Camera) ধরা পড়ে যায় জঙ্গিদের সীমান্ত পেরনোর দৃশ্য। আর তারপরই জওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। গুলির লড়াইয়ে খতম হয় ৩ জঙ্গি।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version