Thursday, November 13, 2025

বিজেপি নেতাদের সম্পত্তি বেড়েছে কত গুণ? ‘পর্দা ফাঁস’ করবে ‘আহিম’

Date:

তৃণমূল নেতাদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে মিডিয়া তোলপাড়। কিন্তু বিজেপি (BJP) নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কোথায়? এই পরিস্থিতিতে এবার কেন্দ্রের শাসকদলকে নিশানা করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) থেকে বেরিয়ে আসা নেতাদের সংগঠন ‘আজাদ হিন্দ মঞ্চ’ (Azad Hind Manch) বা ‘আহিম’। সংগঠন সূত্রে খবর, ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় (Kolkata) একটি প্রদর্শনী করা হবে। তবে, তাতে শাসকদলের নেতাদের সম্পত্তি বৃদ্ধির হিসেব থাকবে বলে দাবি আহিমের।

বিজেপির নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে এই প্রদর্শনীতে। এর নাম দেওয়া হয়েছে ‘পর্দা ফাঁস’। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে। সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কথায়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপির নেতাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের সম্পদ বৃদ্ধি প্রচার পাচ্ছে। আর সেটা দেখিয়ে বিজেপি নেতৃত্ব বড় বড় কথা বলছেন। রাজনীতিতে জল ঘোলা করছেন। কিন্তু গেরুয়া শিবিরের নেতাদের সম্পত্তি কতটা বেড়েছে সেই হিসেব কে রাখছে?

ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সঙ্গে পরে দেওয়া সম্পত্তির হিসেব মিলিয়ে তথ্য তুলে ধরবে সংগঠন। এতদিন শুধু রাজ্যের শাসকদলের নেতাদের সম্পত্তি নিয়ে রাজনীতি করেছে বিরোধীরা। এবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সত্য প্রকাশ্যে আনতে চাইছে আহিম।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version