Thursday, May 15, 2025

SSC নিয়োগ দুর্নীতি: ধৃত মিডলম্যান প্রসন্নর ২ দিনের CBI হেফাজত, কোটি টাকার সম্পত্তির হদিশ

Date:

SSC নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্ন রায়কে ২ দিনের CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি রঙের মিস্ত্রি ছিলেন। সেখান থেকেই কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হন। সিবিআইয়ের অভিযোগ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ প্রসন্ন রায়ের (Prasanna Ray) নাম উঠে আছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরেক মিডলম্যান প্রদীপ সিংকে (Pradip Singh) জেরা করে। প্রসন্নর একটি গাড়ি ভাড়া দেওয়ার সংস্থা ছিল। সূত্রের খবর, রাত ১০টার পর গাড়ি করে টাকা যেত প্রসন্নর সল্টলেকের (Salt Lake) জিডি ব্লকের অফিসে। ওই অফিসে একটি কালো এসইউভি গাড়ি রাখা থাকত। তা ব্যবহার করেই টাকা আনা হত বলে সিবিআই সূত্রে খবর। প্রসন্নের থেকে গাড়ি চেয়ে পাঠাতেন শান্তিপ্রসাদ সিনহাও। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করত প্রসন্ন রায় ও প্রদীপ সিং।

তদন্তে নেমে সিবিআই জানতে পারে, রিয়েল এস্টেট-সহ প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা ছিল। সেখানেই এই কালো টাকা খাটানো হত বলে অভিযোগ। প্রসন্ন রায় ও প্রদীপ সিংয়ের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পৌঁছেছে। তা থেকে স্পষ্ট প্রসন্নের সঙ্গে যৌথভাবে কাজ করত প্রদীপ সিং। তাঁদের অফিসেই নিয়োগ দুর্নীতির টাকা লেনদেন হত বলে অভিযোগ। সোমবার ফের প্রসন্নকে আদালতে পেশ করা হবে।


Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version