১) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে নির্বাসন তুলে নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে একথা জানানো হল ফিফার তরফ থেকে। এর ফলে অক্টোবরে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনও বাধা থাকল না।
২) নির্বাচনী প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ আনলেন বাইচুং ভুটিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বাইচুং ভুটিয়া বলেন,” সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখুন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিসিসিআই সভাপতি হিসাবে কত ভাল কাজ করছে ক্রিকেটে। এতেই বোঝা যায় খেলোয়াড়রা প্রশাসক হিসাবে কত ভাল কাজ করতে পারে।
৩) রবিবার ভারত-পাক মহারণ, তার আগে শাহিনের চোটের খোঁজ নিলেন বিরাট কোহলি-কে এল রাহুলরা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২৮ তারিখের মহারণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দেশ।
৪) প্রকাশিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সূচি, একই গ্রুপে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান। আর তাদের সঙ্গে পড়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লজেন।
৫) বেজে গিয়েছে ডার্বির দামামা। আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দীর্ঘ আড়াই বছর মুখোমুখি হচ্ছে ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান । মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপের এই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে বাংলার ফুটবলপ্রেমীদের।
আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ