Sunday, November 9, 2025

যোগী-রাজ্যে ফের আক্রান্ত মহিলা: লখিমপুর খেরিতে প্রৌঢ়ার বাড়ি ভাঙল দুষ্কৃতীরা, দর্শক পুলিশ

Date:

একের পর এক নারী নিগ্রহের ঘটনায় মুখ পুড়ুছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের। পাশাপাশি, বিজেপি নেতা-মন্ত্রীদের আক্রমণের শিকার প্রান্তিক মানুষ, শ্রমজীবী, কৃষকরা। লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে কৃষক মৃত্যুর ঘটনার এখনও স্মৃতিতে তাজা। তার মধ্যেই সামনে এল ৬৫ বছরের প্রৌঢ়ার উপর আক্রমণের ঘটনা। তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। অথচ পুলিশ (Police) নীরব দর্শক। হাতজোড় করে আর্তি জানিয়েও কোনও সুরাহা হয়নি দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আক্রান্ত আখতারি বেগম (Akhtari Begam) তাঁর বাড়ি রক্ষা করার জন্য পুলিশের কাছে আবেদন করলেও, তিনটি ট্রাক্টর নিয়ে গিয়ে দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে। ঘটনার ভিডিও-তে দেখা যাচ্ছে ট্রাক্টরগুলি যখন তাঁর বাড়ি ভেঙে ফেলছে, তখন প্রৌঢ়া করুণা ভিক্ষা করছেন। পুলিশ ঘটনাস্থলে দাঁড়িয়ে আছে কিন্তু কোনও দুষ্কৃতীদের বাধা দিচ্ছে না। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ায় অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেন লখিমপুর খেরির এসএসপি সঞ্জীব সুমন। ভিরা স্টেশন হাউস অফিসার (এসএইচও) দীপক রাঠোর-সহ দুই পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিগকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানান সঞ্জীব সুমন।

অমৃক সিং নামে এর ব্যাক্তির দাদার থেকে জমি কিনেছিলেন আখতারি বেগম। তিনি তাঁর মেয়ে ও তিন নাতি-নাতনি নিয়ে থাকেন। আগে আখতারি অমৃকের বাড়িতে কাজ করতেন। অভিযোগ, সোমবার অমৃক সিং স্থানীয় গুন্ডাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আখতারির বাড়ি ভেঙে দেয়। দুষ্কৃতীদের সুরক্ষা দিতে ঘটনাস্থলে পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত উত্তর প্রদেশে দুষ্কৃতীদের মদত দিচ্ছে পুলিশ- তারই প্রমাণ মিলল এই ভাইরাল ভিডিও থেকে।

আরও পড়ুন:ওয়ার্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নেই: রাহুল ঘনিষ্টদের কটাক্ষ কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারির

 

Related articles

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...
Exit mobile version