Thursday, November 13, 2025

২১এর বিধানসভা নির্বাচনে তো বটেই,এমনকী পুরসভার ভোট ও উপনির্বাচনেও বারবার বাংলার মানুষের কাছে প্রত্যাখিত হয়েছে বিজেপি।  নব্য-আদি বিজেপির মধ্যে দ্বন্দ্বও কাটছে না। এই অবস্থায় দলকে নতুন করে অক্সিজেন দিতে বাংলার গেরুয়া শিবির টানা ৩ দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ফেলেছে। আজ থেকে শুরু হল এই প্রশিক্ষণ শিবির। যা চলবে ২৯-৩১ অগাস্ট পর্যন্ত। এলাহি আয়োজন রয়েছে এই শিবিরে। মনে হবে যেন কোনও শিল্পপতির মেয়ের বিয়ে। যা নিয়ে সরব বিরোধীরা।

আরও পড়ুন:কলকাতার বিলাসবহুল রিসর্টে চলতি মাসেই বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির, আসছে কেন্দ্রীয় নেতৃত্ব

আজ, সোমবার থেকে টানা তিন দিন  বৈদিক ভিলেজে হবে বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবির। এই শিবিরে  রাজনীতি সহ নানান বিষয়ে পাঠ দেবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব । এ রাজ্যের সদ্য নিযুক্ত  বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্ড, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, অমিত মালব্য -সহ অন্যান্য নেতৃত্বও  হাজির থাকবেন। বঙ্গ বিজেপির নেতাদের মোদি সরকারের প্রকল্পের প্রচার কীভাবে করতে হবে, বুথস্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় কীভাবে বাড়াতে হবে, জনসংযোগে জোর দেওয়ারও পাঠ দেওয়া হবে প্রশিক্ষণ শিবিরে। বুথস্তরে কীভাবে সংগঠন বাড়ানো যায় তার দাওয়াইও দেওয়া হবে। শিবিরে উপস্থিত রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতাদেরই দলের ইতিহাস ও আদর্শের পাঠও দেওয়া হবে এই শিবিরে।

তবে, যতদিন শিবির চলবে ততদিন কঠোর নিয়মশৃংখলা মানতে হবে নেতাদের । প্রশিক্ষণ শিবিরে মোবাইল ব্যবহার করা যাবে না। বিজেপি নেতা-নেত্রীদের সুরক্ষায় নিযুক্ত নিরাপত্তারক্ষীদের শিবিরের ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। শিবির শেষ না হওয়া পর্যন্ত শিবিরে অংশগ্রহণকারীদের বাড়ি যাওয়া যাবে না।যাঁরাই শিবিরে অংশ নেবেন তাঁদের প্রত্যেককেই সকালে উঠেই যোগাভ্যাস করতে হবে। সবাইকে একসঙ্গে গাইতে হবে দেশাত্মবোধক গান। এমনকী ভোজনমন্ত্রও উচ্চারণ করতে হবে।

প্রসঙ্গত, এ রাজ্যে রিসর্ট রাজনীতির আমদানি গেরুয়া শিবিরের হাত ধরেই। মহারাষ্ট্র মডেলের অনুকরণে সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে কলকাতায় দলীয় বিধায়কদের হোটেলে কার্যত ‘বন্দি’ করে রাখাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার বঙ্গ বিজেপির প্রশিক্ষণ শিবিরের আয়োজন বৈদিক ভিলেজে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version