Sunday, August 24, 2025

পুজোর আগেই নতুন রূপে ধরা দেবে কানাইপুর: একাধিক উন্নয়নমূলক ঘোষণা কাঞ্চন, আচ্ছেলালের

Date:

পুজো (Durga Puja 2022) আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন (Countdown)। আর দুর্গা পুজোর আগেই হুগলির কানাইপুরে একাধিক উন্নয়নমূলক ঘোষণা (Development Announcement) করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acche Lal Yadav)। সম্প্রতি কানাইপুরের বাসাই অটো স্ট্যান্ড এলাকায় আমরা কজন পুজো কমিটির মা তারার পুজো পরিদর্শনে এসে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা।

বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে তাঁর নাম ঘোষনার সময় কোন্নগর জিটি রোড (GT Road) থেকে ডানকুনি (Dankuni) অবধি রাস্তার বেহাল দশা ছিল। তবে তিনি ভোটে জেতার পর নতুন করে ওই রাস্তার সংস্কারের পাশাপাশি এলাকার বহু রাস্তা নতুন করে ঢালাইও করে দিয়েছেন। তবে দুর্গাপুজোর আগেই অটো স্ট্যান্ড থেকে কানাইপুর কলোনি, গঙ্গানগর এলাকার রাস্তা সহ বাকি রাস্তাগুলো নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি দেন বিধায়ক কাঞ্চন।

কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের দাবি, কানাইপুর এলাকায় ব্যাপক উন্নয়ন (Develpoment) হয়েছে। আগে এলাকায় জল নিকাশি ব্যাবস্থার (Water Drainage System) কিছু অসুবিধা ছিল তবে সেই সমস্যাগুলি দ্রুত ঠিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি এদিন বিরোধীদের (Opponents) কটাক্ষ করে পঞ্চায়েত প্রধান বলেন, অহেতুক কোনও কারণে হুজ্জুতি না করে এলাকার উন্নয়নমূলক কাজকে সমর্থন করুন। যেমন কথা তেমন কাজ। জল নিকাশির জন্য এলাকায় যে নর্দমা রয়েছে তা ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চায়েত কর্মীরা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version