Saturday, August 23, 2025

মিডিয়া ট্রায়াল চলছে, টিভির কথা শুনে সিদ্ধান্ত বদলাবেন না: ফের সরব মমতা

Date:

মেয়ো রোডে TMCP-র সমাবেশ থেকে সোমবার মিডিয়া ট্রায়াল নিয়ে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষক দুর্নীতির মমলা নিয়ে প্রথমে সরব হন তিনি। বলেন, “এখনও বিচার হয়নি, মিডিয়া (Media) ট্রায়াল চলছে”।

সভামঞ্চ থেকে বিজেপিকে (BJP) নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ওদের কিছু করার ক্ষমতা নেই। মিডিয়াকে বিজেপি যা বলবে ওরা তাই করবে। পেগাসাস করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গিয়ে কোথাও ভুল হলে সেটা সংশোধন করে নেওয়া যেতে পারে। নতুন করে সবকিছু করে দেওয়া হয়েছে। সব মিডিয়া কিনে নিয়েছে। “টিভির কথা শুনে নিজেদের সিদ্ধান্ত বদলাবেন না, ওদের সবাইকে কিনে নিয়েছে বিজেপি। ওরা যা শিখিয়ে দেবে তাই বলতে হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা শুধু নেই নেই করে না না বলে বেড়ায়। কুৎসা রটিয়ে বেড়ায়, চক্রান্ত করে বেড়ায়, তাদের বলি আপনাদের একটা রাজ্যের সঙ্গে আপনাদের একটা রাজ্যের তুলনা হোক”। এরপরেই তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। বলেন, ”আগে কখনও কেউ এসব ভাবতে পেরেছেন? স্টুডেন্টস কার্ড দিচ্ছি, কোথাও এমন দেখাতে পারবেন?” বিজেপি শুধু টাকা দেখায়, সব মিডিয়াকে কিনে ব্যবহার করছে- তোপ দাগেন মমতা।

 

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version