Wednesday, August 27, 2025

পুজোর আগেই নতুন রূপে ধরা দেবে কানাইপুর: একাধিক উন্নয়নমূলক ঘোষণা কাঞ্চন, আচ্ছেলালের

Date:

পুজো (Durga Puja 2022) আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন (Countdown)। আর দুর্গা পুজোর আগেই হুগলির কানাইপুরে একাধিক উন্নয়নমূলক ঘোষণা (Development Announcement) করলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) ও কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acche Lal Yadav)। সম্প্রতি কানাইপুরের বাসাই অটো স্ট্যান্ড এলাকায় আমরা কজন পুজো কমিটির মা তারার পুজো পরিদর্শনে এসে একাধিক উন্নয়নমূলক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা।

বিধায়ক কাঞ্চন মল্লিক জানান, বিধানসভা নির্বাচনে (Assembly Election) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসেবে তাঁর নাম ঘোষনার সময় কোন্নগর জিটি রোড (GT Road) থেকে ডানকুনি (Dankuni) অবধি রাস্তার বেহাল দশা ছিল। তবে তিনি ভোটে জেতার পর নতুন করে ওই রাস্তার সংস্কারের পাশাপাশি এলাকার বহু রাস্তা নতুন করে ঢালাইও করে দিয়েছেন। তবে দুর্গাপুজোর আগেই অটো স্ট্যান্ড থেকে কানাইপুর কলোনি, গঙ্গানগর এলাকার রাস্তা সহ বাকি রাস্তাগুলো নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি দেন বিধায়ক কাঞ্চন।

কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের দাবি, কানাইপুর এলাকায় ব্যাপক উন্নয়ন (Develpoment) হয়েছে। আগে এলাকায় জল নিকাশি ব্যাবস্থার (Water Drainage System) কিছু অসুবিধা ছিল তবে সেই সমস্যাগুলি দ্রুত ঠিক করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পুজোর আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি এদিন বিরোধীদের (Opponents) কটাক্ষ করে পঞ্চায়েত প্রধান বলেন, অহেতুক কোনও কারণে হুজ্জুতি না করে এলাকার উন্নয়নমূলক কাজকে সমর্থন করুন। যেমন কথা তেমন কাজ। জল নিকাশির জন্য এলাকায় যে নর্দমা রয়েছে তা ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন পঞ্চায়েত কর্মীরা।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version