Wednesday, January 14, 2026

ফের বিশ্ববাজারে ‘হোঁচট’  খেলো টাকার দাম, এক ধাক্কায় পড়ল ৩৪ পয়সা

Date:

Share post:

সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিললেও ফের টাকার দামে (Indian Rupee) রেকর্ড পতন (Low Record)। সোমবার শেয়ার বাজার (Share Market) খুলতেই আরও ১৫ পয়সা কমলো টাকার দাম। এদিন এক মার্কিন ডলারের (US Dollar) দাম গিয়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ১১ পয়সায়, অন্যদিকে ৩৪ পয়সা পড়েছে টাকার দাম। গত সপ্তাহে বাজার খোলার সময় যেখানে টাকার দাম ছিল ৮০.০৭, কিন্তু বাজার বন্ধের পর তা সর্বনিম্ন রেকর্ড (Record) গড়ে ৮০.১৩ টাকায় পৌঁছয়। একেই বিশ্ব বাজারে আর্থিক মন্দা (Financial Crisis), আর তার মধ্যেই টাকার দামে ফের পতন হওয়ায় চিন্তায় পড়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা (Economic Experts)।

এক নজরে দেখে নেওয়া যাক কী কারণে টাকার দাম পড়ছে?

  • উচ্চ এবং ব্যয়বহুল আমদানির তুলনায় বিনিয়োগের পরিমাণ অত্যন্ত কম
  • ইউক্রেন-রাশিয়ার আগ্রাসনের বিশেষ প্রভাব ভারতের বাজারে
  • বিশ্ব জুড়ে রাজনৈতিক সঙ্কটের কারণে প্রায় ৪ থেকে ৭ শতাংশ পতন ঘটেছে মুদ্রার
  • মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে ২ শতাংশে আনতেই ডলারের দাম বাড়িয়েছে আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক
  • আমেরিকার নতুন অর্থনৈতিক নীতির কারণে ডলারের সঙ্গে বিশ্বের অন্যান্য মুদ্রার দামের পার্থক্য, যা তেলের দামকে প্রভাবিত করছে
  • শক্তিশালী ডলার সূচক, তেলের দামের ঊর্ধ্বগতি এবং ইক্যুইটি থেকে ডলারের সঙ্কটকে আরও কঠিন পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছে
  • বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন এবং ভারতের বাজার থেকে লগ্নি করা অর্থ তুলে নিচ্ছেন। আর সেই কারণেই বিশ্বজুড়ে সুদের হারে তারতম্য ঘটছে।

সূত্রের খবর, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়ায় মুখ থুবড়ে পড়েছে ভারতীয় মুদ্রা। সোমবার সকালে ডলারের দাম ৮০ টাকা ১৫ পয়সায় পৌঁছে গিয়েছে। গত মাস থেকে বিশ্ব বাজারে আর্থিক মন্দা শুরু হওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকা, ইউরোপ সহ একাধিক দেশে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে ২ শতাংশে আসতেই ডলারের দাম বাড়িয়েছে আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক (Federal Reserve Sustem)। যে কারণেই ভারতীয় মুদ্রার দামে পতন হয়েছে।

গত মাসেও টাকার দামে পতন হয়েছিল। তবে মার্কিন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই ডলারের দামে যে বৃদ্ধি হয়েছে তার উপর সদা সর্বদা কড়া নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। পাশাপাশি বারবার টাকার দাম কেন ৮০ ছাড়িয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারে আরবিআই। কিন্তু তারপরেও যে এই দুরবস্থা কাটবে তা নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...