রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সৃষ্টি, তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে নানান গবেষণাধর্মী লেখা প্রকাশিত হয়েছে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এমনই একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হল।বইটির লেখক ড: হীরন্ময় সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সংগীতশিল্পী ইন্দ্রানী সেন, শিক্ষাবিদ ড: পবিত্র সরকার, মহুয়া মুখার্জী, মালবিকা সেন প্রমুখ।

রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, বাঙালি পাঠকের কাছে এই বইয়ের লেখার মাধ্যমে রবীন্দ্রনাথকে লেখক নতুন ভাবে উপস্থাপনা করেছেন। পবিত্র সরকার বলেন, গবেষণাধর্মী এই বইটি পাঠকদের কাছে অত্যন্ত মূল্যবান একটি দলিল হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়ার দাবি রাখে। সঙ্গীতশিল্পী ইন্দ্রানী সেন বলেন, রবীন্দ্রনাথের নানান দিক নিয়ে এর আগে অনেকেই অনেক গবেষণাধর্মী বই লিখেছেন।এই বইটি স্বতন্ত্রতার দাবি রাখে। লেখক হীরন্ময় সাহা বলেন, পাঠকদের কাছে বইটি বিষয় ভাল লাগবে বলে আশা রাখি।
