Sunday, November 9, 2025

ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে বলে দাবি বাইচুংয়ের

Date:

শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন। তার আগে মনোনয়ন পরীক্ষার কাজ শেষ। সভাপতি পদের নির্বাচনে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের প্রাক্তন বাঙালি গোলরক্ষক কল্যাণ চৌবে। সূত্রের খবর, যিনি কেন্দ্রের শাসক দলের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন। ইস্টবেঙ্গল ক্লাবে এসে বাইচুং পরোক্ষেই জানিয়ে দিলেন, ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। বাইচুং বলেন, ‘‘ফুটবল প্রশাসন রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখা উচিত। কিন্তু সেটা মানা হচ্ছে বলে মনে হচ্ছে না।’’

তবে নির্বাচনে জিতলে তিনি যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অনেক কিছু করতে চান, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। বাইচুং বলেন, ‘‘তৃণমূল স্তরে ফুটবলের উন্নতি করতে চাই। রাজ্য ফুটবল সংস্থাগুলিকে আর্থিক এবং পরিকাঠামো গতভাবে সাহায্য করতে হবে, যাতে তারা বিভিন্ন জায়গা থেকে ফুটবলার তুলে আনতে পারে। তার জন্য রাজ্যগুলিকে বয়সভিত্তিক লিগ চালু করতে হবে। অনেক রাজ্যই অক্ষমতার জন্য লিগ আয়োজন করার জায়গা নেই। ফেডারেশনকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। এগুলো আমি করতে চাই।’’ লাল-হলুদ জার্সি গায়ে বহু স্মরণীয় ম্যাচ খেলা বাইচুং নিজের প্রিয় ক্লাবে বসে আরও বলেন, ‘‘আমি সভাপতি হলে গোটা দেশের ফুটবলের উন্নতির পাশাপাশি ময়দানে তিন প্রধানকেও সাহায্যের হাত বাড়িয়ে দেব। তিন প্রধানের অতীত গৌরব ফিরিয়ে আনতে চাই।’’

আরও পড়ুন:শুভমন গিলের সঙ্গে ডিনার ডেটে সারা, তবে তেন্ডুলকর নয়, ভাইরাল ভিডিও

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version