Thursday, November 6, 2025

হাসপাতালের বিল বকেয়া, আটকে রাখার অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের দেহ

Date:

বিল বকেয়া থাকায় পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনের (Manzoor Hussain) মৃতদেহ দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল লাহোরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনা জানতে দ্রুত ব‍্যবস্থা নিয়ে বকেয়া মিটিয়ে মনজুর হুসেনের দেহ পরিবারের হাতে তুলে দেয় পাকিস্তান হকি ফেডারেশন।

জানা যাচ্ছে, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন অলিম্পিয়ান মনজুর হুসেনকে। সেখানে তাঁর অবস্থা আরও খারাপ হয়। কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। চিকিৎসকরা মৃত্যুর শংসাপত্র দেওয়ার পরেও দেহ ছাড়তে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, চিকিৎসার পুরো খরচ মেটানো হয়নি। মনজুর হুসেনের পরিবার বিষয়টি জানায় পাকিস্তান হকি সংস্থাকে। গোটা ঘটনাটি জানতে পেরে পদক্ষেপ নেয় পাকিস্তান হকি ফেডারেশন।

এই নিয়ে সংস্থার এক আধিকারিক বলেন, “চিকিৎসার বকেয়া না মেটানো হাসপাতাল কর্তৃপক্ষ প্রাক্তন হকি খেলােয়াড়ের মনজুর হুসেনের দেহ কয়েক ঘণ্টা আটকে রেখেছিল। পরে পাকিস্তান হকি ফেডারেশন বিষয়টি সামলে নেয়। পাঁচ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরেই তাঁর দেহ স্বজনদের হস্তান্তর করা হয়।”

মনজুর হুসেনের হাত ধরে বিশ্বের দরবারে গর্বিত হয়েছিল পাকিস্তান। যিনি পাক হকিকে সাফল্যের শিখর নিয়ে গিয়েছিলেন। যিনি অলিম্পিক্সে পাকিস্তানের সোনাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাকিস্তানের হকি দলের হয়ে ১৯৭৬ ও ১৯৮৪ সালের অলিম্পিক্স খেলেছিলেন মনজুর হুসেন। সেবছর অলিম্পিক্সে ১৯৭৬ সালে ব্রোঞ্জ এবং ১৯৮৪ সালে সোনা জিতেছিল পাকিস্তান। এছাড়াও ১৯৭৮ ও ১৯৮২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী হকি দলেরও সদস্য ছিলেন মনজুর হুসেন। এছাড়াও ১৯৭৮ এবং ১৯৮২ এশিয়ান গেমসে সোন জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

আরও পড়ুন:বুধবার ডুরান্ড কাপে বাগানের সামনে নৌসেনা, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version