Wednesday, November 5, 2025

কলকাতায় কবে চালু হচ্ছে জিও-র 5G পরিষেবা? দিন ঘোষণা মুকেশ আম্বানির

Date:

কলকাতাবাসীর (Kolkata) জন্য সুখবর শোনালেন রিলায়েন্স ইন্ড্রাস্টিজ লিমিটেডের (Reliance Industries Limited) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। চলতি বছরের দীপাবলির (Diwali) মধ্যেই কলকাতায় চালু হতে চলেছে জিও ফাইভ জি (5G Service) পরিষেবা। তবে শুধু কলকাতাই নয়, সিটি অফ জয়ের পাশাপাশি আগামী ২ মাসের মধ্যেই দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) ও চেন্নাইয়ের (Chennai) মতো দেশের মেট্রো শহরগুলিতে (Metro City) 5G পরিষেবার সুযোগসুবিধা পাবেন সাধারণ মানুষ। বাকি দেশের বিভিন্ন প্রান্তে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে জিও-র (Jio) 5G পরিষেবার বিভিন্ন প্ল্যান চালু হয়ে যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সোমবার, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে দেশবাসীকে চমক দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান মুকেশ আম্বানি।

এদিনের অনুষ্ঠানে মুকেশ বলেন, বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক হবে জিও। পাশাপাশি, 5G পরিষেবা অল্প মূল্যে ও সর্বোচ্চ মানের হবে। জিওর এই উন্নত পরিষেবা দেশের প্রতিটি জায়গা, জনগণ ও সবকিছুকে একত্রিত করবে। মুকেশ আরও বলেন, আমরা ভারতের অর্থনীতিকে (Indian Economy) চিন (China) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (United Kingdom) থেকেও দ্রুত ডেটা-চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের সভাতেই আম্বানি বলেছেন, দেশে 5G পরিষেবা শুরু করতে ২ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে জিও। পাশাপাশি ১১ বিলিয়ন ডলারের এয়ারওয়েভসও (Airwaves) কিনেছে জিও। তবে শুধু 5G পরিষেবাই নয়, একাধারে মেটাভার্সের (Metaverse) অভিজ্ঞতাও গ্রাহকের হাতের মুঠোয় এনে দেবে সংস্থা। এই প্রকল্পে ২ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version