BJP কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার চুরি যাওয়া শিশু, বড় চক্রের হদিশ যোগীরাজ্যে

শিশু পাচার(Child Traffiking) চক্রে একটা সময় তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনায় নাম জড়িয়েছিল একাধিক বিজেপি নেতা কর্মী। সেই ছবি এবার দেখা গেল যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। মথুরা স্টেশনে বাবা মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটল। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর তদন্তে নেমে সেই শিশুকে উদ্ধার করা হল ১০০ কিলোমিটার দূরে ফিরোজাবাদের (Firojabad) এক বিজেপি (BJP) কাউন্সিলরের বাড়ি থেকে। এই ঘটনায় বড়সড় শিশু পাচার চক্রের হদিশ পেয়েছে মথুরা পুলিশ। পাশাপাশি অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

পুলিশের তরফে মথুরা স্টেশনের সিসিটিভি ফুটেজ সম্প্রতি শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, জনশূন্য প্ল্যাটফর্মে ঘুমন্ত বাবা মায়ের পাশ থেকে এক ব্যক্তি শিশু চুরি করছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানায় পুলিশ। অপরাধীর খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর ফিরোজপুরের বিজেপি নেতা তথা এলাকার কাউন্সিলর বিনীতা অগরওয়ালের (Vinita Agarwal) বাড়ি থেকে উদ্ধার করা হয় সাত মাসের শিশুপুত্রটিকে। স্বাভাবিকভাবেই ঘটনায় মুখ পুড়েছে বিজেপির। শিশু পাচারের ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নামে সে রাজ্যের বিরোধী রাজনৈতিক দিলগুলি।

পুলিশের তদন্তে জানা গিয়েছে, পুত্র সন্তান না থাকার জন্য দুইজন চিকিৎসকের মধ্যস্ততায় বিনীতা ও তাঁর স্বামী ১ লক্ষ ৮ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনে। জানা গিয়েছে ২ কন্যা সন্তান রয়েছে ওই কাউন্সিলরের। গোটা ঘটনায় পুলিশের অনুমান এর পিছনে রয়েছে বড়সড় শিশু পাচার চক্র। তদন্তে নেমে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আধিকারিক মহম্মদ মুসতাক জানিয়েছেন, রাতে স্টেশন থেকে শিশুটিকে চুরি করে দীপক কুমার নামের এক ব্যক্তি। দীপক এবং হাথরসের এক হাসপাতালের দুই চিকিৎসক একই চক্রের সদস্য। এই শিশু পাচারচক্রে বেশকিছু স্বাস্থ্যকর্মী যুক্ত রয়েছেন বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিযুক্ত চিকিৎসকদের থেকে উদ্ধার হওয়া ৫০০ টাকার বান্ডিলের ছবি। পাশাপাশি সোমবার সাংবাদিক সম্মেলন করে মায়ের হাতে শিশুটিকে তুলে দেয় রেল পুলিশ।