Sunday, November 9, 2025

‘সমত্র নারী পূজ্যতে’, নারীর সমানাধিকারের দাবিতে সোচ্চার সন্তোষপুর আগন্তুক

Date:

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এই ভাবনা থেকে ‘সমত্র নারী পূজ্যতে’ শীর্ষক অনুষ্ঠানে নারী শক্তির প্রকাশ ঘটাল সন্তোষপুর আগন্তুক। যুগ যুগ ধরে নারীরা সমাজে শোষিত ও অবহেলিত হয়ে আসছে। পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, কুপমন্ডুকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে তাকে সর্বদা রাখা হয়েছে অবদমিত। গৃহস্থালী কাজে ব্যয়িত নারীর মেধা ও শ্রমকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সেই কথাই স্মরণ করিয়ে নারীর সমানাধিকারের দাবি তুলে সল্টলেকের পূর্বশ্রী অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনজাগরণের বার্তা দিল সন্তোষপুর আগন্তুক।

“তোমাদের কন্যাগুলিকে শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, নিজেরাই নিজেদের অন্নের সংস্থান করুক”, এই কথাটিই বারবার উঠে এসেছে বিপ্রদাস ভট্টাচার্য, ডঃ মল্লিকা ব্যানার্জি, ডঃ উমা চট্টোপাধ্যায়, সাহানা নাগ চৌধুরীদের বক্তবে্য। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয় ও ইজেডসিসির সহযোগিতায় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজেডসিসির ডিরেক্টর গৌরী বসু। ন্যাশনাল স্কলার কথক শিল্পী সায়নী চাওড়ার নেতৃত্বে পরিবেশিত হয় নৃত্য কোলাজ ‘মেরা ভারত’। ছিল একসুরে ১৫ শিল্পীর বেহালাবাদন ও সঙ্গীতানুষ্ঠান। বেথুন কলেজিয়েট, কমলা গালর্স-সহ কয়েকটি স্কুলের অধ্যাপক ও পড়ুয়াদের সংবর্ধনা দেন সংস্থার সভাপতি স্বর্ণালী পাল। অরিজিৎ মুখার্জির ভাবনায় পুরো অনুষ্ঠানের প্রয়োগে ছিলেন টুসি নস্কর, তিমিরবরণ সাহা ও সায়নজিৎ ঘোষ। মহিলাদের সাফলে্যর কথায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য।

আরও পড়ুন- আসানসোল জেলে অনুব্রত-সায়গলকে জিজ্ঞাসাবাদ, CBI-এর সামনে মুখে কুলুপ দু’জনেরই

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version