বিপদে ‘শত্রু’রও পাশে: বন্যা বিধ্বস্ত পাকিস্তানে ত্রাণ পাঠাতে পারে ভারত

বিপদে প্রতিবেশীকে সাধ্যমত সাহায্যে কোনও খামতি রাখে না ভারত(India)। বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি সাম্প্রতিক শ্রীলঙ্কা(Srilanka) তার উদাহরণ। তবে অলিখিত ‘শত্রু’ দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের(Pakistan) বিপদেও ভারত তার মানবিক নীতির বাইরে নয়। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্তানেও এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে ভারত সরকার। অন্তত তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। ইতিমধ্যেই বন্যা কবলিত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবেশী দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হোক, এই কামনা করে টুইট করেছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ স্তরে আলোচনা চলছে। তবে এই প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সাউথ ব্লক। এদিকে বেশ কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের বেশ কিছু এলাকা। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। প্রবল বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাদ্য ভাণ্ডার। যার জেরে ভারত থেকে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করা হতে পারে এমনটাই আভাষ দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বন্যার কারণে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার একশো। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় তিন কোটি মানুষ। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মানবিকতার খাতিরে সেই ডাকে সাড়া দিতে পারে ভারত।

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্তানকে সমবেদনা জানিয়ে সোমবার সন্ধ্যায় এক টুইটও করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, “পাকিস্তানে বন্যার (Pakistan Flood) ভয়াবহতা দেখে আমি অত্যন্ত দুঃখিত। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আশা করি, খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।” যদিও ২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের প্রাকৃতিক বিপর্যয়ে কোনও রকম সাহায্য পাঠায়নি ভারত। এর আগে ২০০৫ এবং ২০১০ সালে তৎকালীন ইউপিএ সরকারের তরফে পাকিস্তানকে সাহায্য পাঠানো হয়েছিল। এবার নরেন্দ্র মোদির সরকার সাহায্য পাঠায় কিনা সেটাই দেখার।