Thursday, November 13, 2025

DA-র দাবিতে কর্মবিরতি সরকারি কর্মীদের, শুনানি জারি রাখতে নিজেই উদ্যোগী প্রধান বিচারপতি

Date:

দিন কয়েক আগেই বকেয়া DA মেটানোর দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল একাধিক সরকারি কর্মচারি সংগঠন।ঘোষিত এই কর্মসূচিতে হাইকোর্টের কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেজন্য আগে থেকেই সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

বকেয়া DA অবিলম্বে মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্য সরকারি কর্মচারীরা।মহার্ঘভাতা যাতে দ্রুত মেটানো হয় সেই দাবিতে মঙ্গলবার দু’ঘণ্টার কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই অনুযায়ী বকেয়া DA মেটানোর দাবিতে হাইকোর্টের (Calcutta High Court) কর্মীরা বেলা সাড়ে ১১ টা থেকে কাজ বন্ধ করেন।

আরও পড়ুন- মহিলা সুরক্ষায় সবচেয়ে নিরাপদ কলকাতা, অপরাধের শীর্ষে দিল্লি! বলছে কেন্দ্রীয় রিপোর্ট

অথচ সকাল থেকে অন্যান্য দিনের মতো প্রতি এজলাসে কাজকর্ম শুরু হয়। কিন্তু, ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজতেই একে একে কর্মীরা এজলাস ছাড়েন। বর্তমানে মামলা শোনার জন্য উপস্থিত রয়েছেন বিচারপতিরা। তবে কোনও কোর্ট অফিসার না থাকায় হাইকোর্টের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এদিন প্রধান বিচারপতি সব মামলার ফাইল আর্দালিদের দিয়ে নিজের টেবিলে তুলে নিয়েছেন অর্থাৎ এবার নিজেই পরপর মামলা ডেকে শুনানি চালাতে চান তিনি। উল্লেখ্য, গত ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। ১৯ অগাস্ট সেই সময়সীমা শেষ হয়েছে। DA নিয়ে হাইকোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version