Thursday, November 13, 2025

হাই কোর্টের রক্ষাকবচ, মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

Date:

ইডি-র আবেদন খারিজ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লি নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দেন। বলা হয় ইডির আঞ্চলিক অফিস কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সঙ্গে মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ ইডি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ইডি-র তরফে বলা হয়, তথ্য বা নথি দিল্লি থেকে কলকাতা আনা যাবে না, এই যুক্তিও আদালতের কাছে টিকছে না। কিন্তু হাই কোর্টে সেই যুক্তি গ্রাহ্য করেনি। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কয়লা মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ২৮ অগাস্ট তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। তাঁর শ্যালিকা মেনকাকেও ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় দিল্লিতে তলব করা হয়।

আদালতে মেনকার আইনজীবী বলেন, এই মামলায় মেনকা অভিযুক্ত নন, তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে দিল্লির সম্পর্ক নেই। কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে অসুবিধা নেই। একই সঙ্গে মেনকার আইনজীবী বলেন, একই মামলায় আদালতের নির্দেশে অভিষেক, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ চললে তাঁর মক্কেলেও সেই সুযোগ দেওয়া হোক।
ইডির আইনজীবী পাল্টা বলেন, গরু এবং কয়লা পাচার মামলায় দিল্লির আধিকারিকরা তদন্ত করছেন। দুই পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শুনে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য নির্দেশ দেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version