বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়িতে সাতসকালেই সিবিআই হানা

গরুপাচারকাণ্ডে তৎপর সিবিআই। বুধবার সাতসকালেই বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ তিনজনের বাড়িতে হানা সিবিআইয়ের। তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন:অনুব্রত মামলার বিচারককে হুমকি চিঠি, নাটকীয়ভাবে গ্রেফতার আইনজীবী

মঙ্গলবার আসানসোল আদালতে অনুব্রত মণ্ডল ও সায়গাল হোসেনকে জিজ্ঞাসাবাদের পর ফের আজ সকাল ঠিক সাড়ে ৭টায় বোলপুরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন সিবিআই আধিকারিকরা। কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ দোলনকুমার দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান। দাবি সিবিআই সূত্রে।

কাউন্সিলরের বাড়ির পাশাপাশি সুদীপ রায় বলে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী। এখানেই শেষ নয়,অনুব্রতের মন্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি বাড়িতে যাওয়ার কথা রয়েছে তদন্তকারীদের।

মঙ্গলবার আসানসোলে জেলবন্দি অনুব্রতকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এনহং তাঁর ঘনিষ্ঠদের একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছে সিবিআই। যদিও কোনও সম্পত্তি অনুব্রতর নামে এখনও পাওয়া যায়নি। তাই এবার ফের একবার অনুব্রতর ঘনিষ্ঠদের বাড়িতে অভিযান সিবিআইয়ের।