Thursday, August 21, 2025

Bangladesh: শুরু হতে চলেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহণের দ্বিতীয় ‘ট্রায়াল রান’

Date:

খায়রুল আলম, ঢাকা

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (North Eastern States) পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল আগেই। প্রথম ট্রায়াল রান (Trial Run)হয় আজ থেকে ২ বছর আগে, ২০২০ সালের জুলাই মাসে। এবার সেপ্টেম্বরের প্রথম দিন থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহণের দ্বিতীয় ট্রায়াল রান পরীক্ষামূলক শুরু হতে চলেছে। চট্টগ্রাম (Chittagong port) ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে দুই দেশের মধ্যে ২০১৮ সালের অক্টোবরে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। বন্দর ও সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সূত্রে জানা যায় এবার সেই ট্রানজিটের আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতা (Kolkata)থেকে কনটেইনার জাহাজে তোলা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ট্রানজিটের আওতায় দ্বিতীয় ট্রায়াল রান মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু তা কয়েক দিন পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর কলকাতা থেকে শিপমেন্ট হবে। এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রানজিটের আওতায় ট্রায়াল রানের পণ্য এলে তা খালাস করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। ট্রানজিটের চুক্তির পর প্রথমধাপে কলকাতা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’ চারটি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। দুটি কনটেইনারে ছিল টিএমটি স্টিল বার, যা পরে স্থলপথে ভারতের ত্রিপুরায় যায়। বাকি দুই কনটেইনারে ছিল ডাল, যা ভারতের আসামে নেওয়া হয়েছিল। এরপর গত দুই বছরে আর কোনো ট্রায়াল রান হয়নি। সম্প্রতি আরও ট্রায়াল রানে সন্মত হয় দুই দেশ। এবার ম্যাঙ্গো শিপিং লাইনের এমভি ‘ট্রান্স সমুদ্রা’নামের জাহাজে করে কনটেইনার চট্টগ্রাম বন্দরে যাবে কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে। একইভাবে চট্টগ্রাম বন্দর থেকেও একটি চালান কলকাতায় আসার কথা রয়েছে। তবে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতায় ট্রায়াল রানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয় নি বলেই জানা যাচ্ছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version