Tuesday, August 26, 2025

প্রমাণ মেলেনি , ‘আটক’ অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলরকে ছেড়ে দিল CBI

Date:

সকাল থেকেই অনুব্রত ঘনিষ্ঠ বোলপুরের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘেরাও করা হয় তাঁর বাড়িও। তল্লাশির পাশপাশি একঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।এরপরই  তাঁকে ‘আটক’ করে প্রথমে পূর্বপল্লীতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ফের ওই কাউন্সিলরকে তাঁর নিজের বাড়িতে ফেরানো হয়। এবং চলে জেরা। কিন্তু তারপরও কোনও অভিযোগই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খাঁড়া করা যায়নি। তাই তাঁকে ছেড়ে দেয় সিবিআই।

আরও পড়ুন:আটক অনুব্রত ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়

সিবিআই সূত্রের খবর, বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তেমন কোনও প্রমাণ বা নথি মেলেনি। তবে সিবিআই-এর তরফে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা গেছে।  তিনি সবরকমভাবে সিবিআই-কে তদন্তে সাহায্য করবেন বলে জানিয়েছেন বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়।

বুধবার সাত সকালে বোলপুরে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধিদের চারটি দল। একটি দল যায় বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনি অনুব্রতর ঘনিষ্ঠ বলে দাবি সিবিআই-এর। মঙ্গলবার আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পর বুধবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল। শুরু হয় তল্লাশি। সিবিআই দাবি করে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি ডায়রি ও সম্পত্তি সংক্রান্ত নথি উদ্ধার করেছে সিবিআই। তারপরই তাঁকে আটক করে পুলিশ।

Related articles

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...
Exit mobile version