Tuesday, August 26, 2025

যোগীর ‘বুলডোজার নীতি’ এবার অসমে, জঙ্গিযোগ সন্দেহে গুড়িয়ে দেওয়া হল মাদ্রাসা

Date:

উত্তরপ্রদেশের(UttarPradesh) ছায়া এবার এসে পড়ল আর এক ডবল ইঞ্জিনের রাজ্য অসমে(Assam)। জঙ্গিযোগ সন্দেহে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল একটি মাদ্রাসা। এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত অভিযোগে দিনকয়েক আগে গ্রেফতার হয়েছে ৫ বাংলাদেশি(Bangladesh)। এরপরই অসমের বোঙ্গাইগাঁও (Bongaigaon) এলাকায় অবস্থিত ওই মাদ্রাসাটি ভেঙে দেওয়া হয়।

মাদ্রাসা ভেঙে ফেলার বিষয়টিকে নিয়ে এসপি স্বপ্ননীল ডেকা বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে খুঁজতে সম্প্রতি ওই মাদ্রাসাতে তল্লাশি অভিযান চালায় গোয়ালপাড়ার পুলিশ এরপর প্রশাসনের নির্দেশমতো ভেঙে ফেলা হয় ওই মাদ্রাসা। ওই পুলিশ আধিকারিক জানান, “জেলা প্রশাসনের বক্তব্য, মাদ্রাসা ভবনটি নির্মাণে ত্রুটি ছিল। ভবনটি মানুষের বসবাসের পক্ষে বিপজ্জনক। তাছাড়া পুর আইন মেনে সেটি তৈরি হয়নি। এইসব কারণেই তা ভাঙা হচ্ছে।” যদিও এই গোটা ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের বুলডোজার নীতির মিল পাচ্ছে রাজনৈতিক মহল। আর সেই গেরুয়া নীতিই ব্যবহার করা হচ্ছে ‘অনুপ্রাণিত’ বাকি ডবল ইঞ্জিনের রাজ্যগুলিতে।

উল্লেখ্য, সম্প্রতি অসম রাজ্যে জঙ্গি ঢুকেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যার জেরে শুরু হয় ব্যাপক ধড়পাকড়। ঘটনায় গ্রেফতার করা হয় ৩৭ জনকে। যার মধ্যে অএনেকেই ছিলেন মাদ্রাসার ইমাম ও শিক্ষক। কিছুদিন আগে জঙ্গি যোগের অভিযোগে রাজ্যের মৈরাবাড়ির মরিগাঁও এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়। তার আগে একই ধরনের অভিযোগে আরও একটি মাদ্রাসা ভাঙে প্রশাসন। সেই তালিকায় এবার যোগ হল আরও একটি মাদ্রাসা।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version