Saturday, May 3, 2025

১৪ দিনের জেল হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে (Partha Chatterjee And Arpita Mukherjee)। তবে বুধবার সশরীরে নয়, নিরাপত্তার খাতিরে ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam Case) গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠকে। এদিন আদালতে শুনানির শুরুতেই জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন, ”যে কোনও শর্তে তাঁকে মুক্তি দেওয়া হোক। এমনকী প্রয়োজন হলে বাড়িতে পুলিশি প্রহরায় থাকতেও তিনি রাজি।” তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে।আদালতে পার্থের আবেদন, ‘‘আমি যে কোনও মূল্যে জামিন চাইছি। সব শর্ত মানতে রাজি।’’ পার্থ আরও বলেন, ‘‘আমি অসুস্থ। আমি কোনও প্রভাবশালীও নই। কোনও পদ নেই আমার। দরকারে বাড়িতে নজরবন্দি করে রাখুন। পুলিশের ২৪ ঘণ্টার নজরদারিতে থাকতে রাজি।’’ পার্থের আর্জি, তাঁর চিকিৎসার প্রয়োজন রয়েছে। বাড়িতে থাকলে তবে সেই চিকিৎসা চলতে পারে।

এরই পাশাপাশি, আইনজীবীর মাধ্যমে আদালতকে পার্থ জানিয়েছেন, তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে চান। তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে সবকটি শুনানিতেই আদালতে উপস্থিত ছিলেন পার্থ। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের সাম্প্রতিক আবেদনের ভিত্তিতে নিরাপত্তাজনিত কারণে প্রাক্তন মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন বিচারক। কিন্তু এই পদ্ধতি যে তাঁর ভাল লাগেনি তা স্পষ্ট করেন তিনি। উল্লেখ্য, ইডি হেফাজতের মেয়াদ শেষের পর ইতিমধ্যেই পার্থ এবং অর্পিতা ২৮ দিন জেলে কাটিয়ে ফেলেছেন।

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version