Sunday, August 24, 2025

জটিলতা কাটিয়ে পুরনো কমিটির হাতেই শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী বাগবাজার সার্বজনীনের পুজো

Date:

সাময়িক জটিলতা কাটিয়ে আপাতত স্বস্তি। অবশেষে পুজোর কাজ শুরু হল বাগবাজার সর্বজনীনে। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর প্রতিমার কাঠামোয় পড়ল হাত। রীতিনীতি মেনেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী এ বছরেও হবে বলে জানালেন উদ্যোক্তারা। শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের এবছর ১০৪ বছরে পা রাখবে।

আরও পড়ুন:Bagbazar Sarbojonin: শতবর্ষ প্রাচীন বাগবাজার সর্বজনীনের পুজো নিয়ে অনিশ্চয়তা!

৩ বছর অডিট নেই। নতুন কমিটি গঠনের দিন ব্যাপক অশান্তি। তাহলে কি বন্ধ হয়ে যাবে বাগবাজারের পুজো? এমনও হাজারো প্রশ্নের মাঝে পুজো উদ্যোক্তাদের দুটি গোষ্ঠী
সিদ্ধান্ত নেয়, একটি অস্থায়ী কমিটি গঠন করে পুজো পরিচালনার। যেহেতু এখন আর নতুন কমিটি তৈরির সময় নেই, তাই আর্থিক বিষয়টি পুরনো কমিটি বহাল রেখে পুজোর সিদ্ধান্ত বাগবাজার সার্বজনীনের। তবে বিতর্ক এড়াতে এই কমিটিতে বিরোধী প্যানেলের কয়েকজন প্রতিনিধিকেও রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আজ, বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের মিছিল শেষ হওয়ার পর বৈঠকে বসতে চলছেন পুজো কমিটির সদস্যরা। ওই বৈঠকে খুঁটিপুজোর দিনক্ষণ-সহ পুজো সংক্রান্ত আরও নানা বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর কমিটির নির্বাচন ছিল গত রবিবার৷ সেই নির্বাচন ঘিরেই শুরু হয় বিতর্ক। ছড়িয়ে পড়ে অশান্তি। এর আগে ১৯৯৬ ২০০৪ ,২০০৬ এবং ২০১০ সালে নির্বাচন প্রক্রিয়া হয়। ২০১০ সালের পর ২০২২ সালে পুনরায় নির্বাচন প্রক্রিয়া হয়। জেনারেল কাউন্সিল মেম্বারের ৮৬ জন প্রতিনিধির মধ্যে রবিবার ভোট দিতে এসেছিলেন ৭৩ জন। ভোট প্রক্রিয়ার পর গণনার সময় ঘটে বিভ্রান্তি। তাই আপাতত ভোট প্রক্রিয়া স্থগিত রেখে পুজোতেই মন দিতে চান উদ্যোক্তারা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version