Wednesday, August 27, 2025

গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যু, পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী

Date:

চিকিৎসায় গাফিলতির জেরে এক গর্ভবতী ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পদত্যাগ করলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো-কে (Marta Temido)। সংবাদমাধ্যম সূত্রের খবর, গর্ভবতী ওই মহিলাকে সেদেশের প্রসূতি বিভাগে তাঁকে ভর্তি নিতে চাওয়া হয়নি। যার জেরে মঙ্গলবার মৃত্যু হয় ওই ভারতীয় মহিলার। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক হয় তাঁর। ঘটনায় দায় নিজের কাঁধে নিয়ে মন্ত্রিপদ থেকে সরে গেলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী।

জানা গিয়েছে, গর্ভবতী অবস্থায় শ্বাসকষ্ট শুরু হয় ওই পর্যটকের। এই পরিস্থিতিতে দ্রুত তাঁকে পর্তুগালের অন্যতম বড় চিকিৎসা পরিষেবা কেন্দ্র সান্তা মারিয়া হাসপাতালে (Santa Maria Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও নিওনাটাল বিভাগের কোনও শয্যা ছিল না। সেই কারণে তাঁকে সাও ফান্সিসকো জেভিয়ার (Sao Francisco Xavier) হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহিলার। যদিও মহিলার সন্তান আপাতত সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

তবে মৃত্যুর দায় গিয়ে পড়েছে সেখানকার স্বাস্থ্যমন্ত্রকের উপর। জানা গিয়েছে, গরমের ছুটির সময় ডাক্তার কম থাকায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল পর্তুগাল প্রশাসন (Portuguese government)। বেশ কিছু আপৎকালীন প্রসূতি বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের সঞ্চারও হয়েছিল সেদেশে। তীব্র বিরোধিতা করেছিল পর্তুগালের (Portugal) বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁদের দাবি ছিল, এই সিদ্ধান্তের ফলে কোনও গর্ভবতী মহিলাকে বাধ্য হয়ে দূরের কোনও হাসপাতালে যেতে হবে, তাতে বিপদে পড়তে পারেন গর্ভবতী এবং তাঁর সন্তান। ভারতীয় মহিলা পর্যটকের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটেছে। শয্যা না পেয়ে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝেই হার্ট অ্যাটাক হয় তাঁর। ফলস্বরূপ ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো। তাঁর পদত্যাগপত্র গ্রহন করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা (Antonio Costa)। বিষয়টি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসার পর এই ঘটনা থেকে দেশের স্বাস্থ্যমন্ত্রককে শিক্ষা নেওয়ার আবেদন জানিয়েছেন নেটিজেনরা। ভারতের মতো দেশে প্রায়শই বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে এবিষয়ে সরকারের তেমন হেলদোল নেই। বরং গোটা বিষয় কার্যত গা-সওয়া। সেখানে এমন একটি ঘটনা দেশের দায়িত্বে থাকা ‘পদ-লোভী’দের জন্য নিশ্চিতভাবে শিক্ষণীয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version